এই টাকা কারে দিব???

লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ১৫ অক্টোবর, ২০১৩, ০৭:২৬:৪৩ সন্ধ্যা

আমি কিছু মানুষকে কিছু টাকা দিতে চাই যা গরীবের জন্য মান্নত করা। কিন্তু কোন লোককে এতগুলো টাকা আমি যে কাকে দিব বুঝতেছি না। আমাকে জানতে হবে কে আসলে বেশি সমস্যাগ্রস্থ। আসলে কি আমার এমন চিন্তা ঠিক তাও বুঝতেছি না। অথবা এই মান্নত করা টাকা কি আমি ইসলামী আন্দোলনের কাজে লাগাতে পারব? যদি কেউ থাকেন যিনি এর মাসআলা জানেন, আমাকে অবশ্যই বলবেন। আমার উপকার হবে।

ঈদের চাঁদ তো আগেই উঠেছে। কাল ঈদ। গরীবকে দিলে উপকার পেত। আর জামাত শিবির বড় মজলুম। তাদেরকে দিলেও উপকার পাবে।

বিষয়: বিবিধ

১১৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File