বাংলার ঈদ

লিখেছেন লিখেছেন মানিক ফেনী ১৫ অক্টোবর, ২০১৩, ০৭:১৮:৩৩ সন্ধ্যা



এলো পবিত্র ঈদুল আযহা,

ব্যাথা বুকে জানাই শুভেচ্ছা।

এই দিনে খুশীতে ধরণীতল,

কেন যে আমার চোখে জল।

চেয়ে দেখো পৃথিবীর প্রান্তে,

কত প্রবাসী লুকিয়ে কাঁদছে।

প্রবাসীদের সান্ত্বনা যোগাতে,

অগোচরে কেউ কি ভাবছে।

আর্তনাদের শত পাহাড বুকে,

সহে যায় যন্ত্রণার কশাঘাতে।

আকাশেতে বাঁকা চাঁদ হাসে,

আমার বূকে সৃতিগুলো জাগে।

ইচ্ছেগুলো বুকে ছেপে ধরে,

পুরানো সৃতির মাজে ঈদ কাটে।

মায়ের হাতের তৈরি পিঠা,

কোরবানির গরুর গোস্ত ভুনা ।

সবাই মিলে হৈ চৈ করা ,

বাবার হাসিমাখানো ধমক খওয়া।

ছোট ছোট অভিমান গুলো,

মনের অজান্তে ছোট ভুলগুলো ।

আমার মনে সৃতির অগ্নিপাত,

যায় ফেরিয়ে ঈদেরই সারারাত,

ভাগ্যের নির্মমতায় ফেরা হোলনা,

বাংলার ঈদ দেখা হোলনা।।

বিষয়: বিবিধ

১৪৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File