বন্ধু

লিখেছেন লিখেছেন মানিক ফেনী ০৪ আগস্ট, ২০১৩, ১০:৩৬:৫১ রাত

বন্ধু বলে ডেকেছিলে,

বন্ধু হতে এসেছিলে।

বন্ধু করতে তোমায়,

ছিল ভয় ছিল সংশয়।

কারণটা তুমি জেনেছিলে,

তবুও তুমি বন্ধু হয়েছিলে।

চিরকালের কথা বলে,

পরক্ষণে ভূলে গেলে।

আমায় মায়ার বাঁধনে বেঁধে,

দুঃখের কালে চলে গেলে।

বিপদ আসবে যখন,

আমায় ডেকো তখন।

আপদকালে সঙ্গ দেবো,

সুখেরকালে স্মৃতি হবো।

বিষয়: বিবিধ

১৩৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File