হিন্দি সিরিয়াল

লিখেছেন লিখেছেন রক্তচোষা ০৪ আগস্ট, ২০১৩, ১১:০০:১৫ রাত



২০১৩ সাল:

বন্ধুর বাসায় আমি গেম খেলতেসিলাম।

হঠাত্ কইরা পাশের রুম থেকে কান্নার আওয়াজ।

বন্ধুরে কইলাম কি হইছে?

সে পাত্তায় দিল না আমারকথার।বাধ্য হয়ে পাশের রুমে গেলাম।

দেখলাম ওরবোন কাদতেসে।

-কি হইলো কাদো ক্যান?

-ভাইয়া,গোপী হাসপাতালে।

-গোপী কে ?

-গোপী আমার ফেভারিট।

দেখ দেখ কি কাহিল লাগতেসে গোপীকে।

আবার কান্না।

আমি টিভির দিকে তাকিয়ে মখা হয়ে গেলাম।বন্ধুর বোন স্টার প্লাসের সিরিয়াল দেইখাকানতাসে।

বন্ধুর রুমে ফিরেএলাম।বন্ধু খিলখিল কইরা হাসতেছে।

২০৭০ সাল:

বিছানায় শুইয়া আমি মৃত্যুর প্রহর গুনতেসি।হঠাত্ পাশের রুম থেকে কান্নার আওয়াজ।

আমার বউমারে ডাইকা কইলাম,

-কেডা কাদে?

-আর বইলেন আব্বা,পূজার মেয়ে একসিডেন্ট করসে।তাদেখে আপনার নাতি কানতাসে।

-পূজা কে?

-গোপীর মেয়ে।

Nb:-মানুষ মইরা কঙ্কালহইয়া যাবে।

তবুও হিন্দি সিরিয়াল শেষ হওয়ার নয়!

© by We Hate India

বিষয়: বিবিধ

১৪২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File