রাত আমার কাছে অভিশাপ স্বরুপ

লিখেছেন লিখেছেন রক্তচোষা ০৫ এপ্রিল, ২০১৪, ০১:৩৩:০৫ দুপুর

রাত আমার কাছে অভিশাপ স্বরুপ!

-রিয়াদ হোসেন

বিশ্বাস কর প্রিয়ে,

এখনো ঘুমাইনি তোমাকে ভেবে!

না কবিতা লিখছিনা তোমায় নিয়ে,

নজরুল হলে হয়তো লিখতাম!

কবিতা?

হুম,কবিতা লিখতে লিখতে কলমের কালি শেষ করতাম;যদি আমার হতে তুমি!

বিশ্বাস কর প্রিয়ে,

রাত আমার কাছে অভিশাপের মত!

রাত,মনে হয় আমার পাপের ফল...

রাত না হলে তোমায় খুজতাম মানুষের ভিড়ে!

সত্যি বলছি,আর রাত জাগবোনা;যদি তুমি একবার বল "ভালবাসি তোমায়"!!

রাত,সত্যিই অভিশাপ আমার জীবনের!

রাত,আমার কাছে ক্যান্সারের ব্যাথা!

রাত...

অভিশাপ!!!

বিষয়: সাহিত্য

১৪৭৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202982
০৫ এপ্রিল ২০১৪ রাত ১০:২১
নীল জোছনা লিখেছেন : এক কথায় অসাম হয়েছে অসাম... চালিয়ে যান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File