গণতন্ত্র আজ সোনার হরিণ!

লিখেছেন লিখেছেন রক্তচোষা ০৭ নভেম্বর, ২০১৩, ০১:১৪:২৬ দুপুর



বাংলাদেশ কি সত্যিই ৭১ এ স্বাধীন হয়েছিল?

যদি স্বাধীন হয়েই থাকে তবে এদেশে কেন মিথ্যা গ্রেফতার আতন্কে ঘরচাড়া হবে পূরুষ?

ভাবতে অবাক লাগে বান্দরবনের নাইক্ষ্যাছড়িতে আটটি গ্রামের পূরুষ মানুষ ঘরচাড়া!

এটি কি গণতন্তের নিয়ম?

নাকি,বাকশাল!

মাননীয় প্রধান মন্ত্রী ভুলে যাবেননা একদিন আপনিও বিরোধীদল হবেন তখন আপনার পিঠের চামড়া থাকবেতো?

এই বাংলার জনগণের উপর নির্যাতনের প্রতিশোধ কি কেউ নিবেনা?

মিথ্যা মামলা দিয়ে অনেককে করেছেন ঘরচাড়া,তাদের কি অপরাধ?

বিএনপি/শিবির সমর্থন করাকি অপরাধ?

যদি সংবিধান মতে অপরাধ হয় তাহলে আমি বলবো এই বাংলা ৭১ এ স্বাধীনতা লাভ করেনি!

শুধু দালাল শোষকের হাত বদল হয়েছে!

পাকিস্তানি দালাল থেকে ভারতীয় দালালদের কাছে হাতবদল হয়েছে এই সোনার বাংলাদেশ!

মাননীয় প্রধানমন্ত্রী আপনার পুলীশ বাহীনি ৭৪ এর মুজিব এবং রক্ষী বাহীনিকেও হার মানায় নির্যাতনের দিক থেকে!

এটাকে কি আপনি গণতন্ত্র বলবেন?

প্রশ্নগুলো আমার একা না এই বাংলার সব মানুষের!!!

বিষয়: বিবিধ

১৪৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File