বাঁশের কেল্লা

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ০৭ নভেম্বর, ২০১৩, ০১:২২:৩৫ দুপুর

সত্যের সুরে সুরে শপথ নিয়ে,

যুগে যুগে মোরা জাগবো ;

সোনালী চেতনায় তৌহিদী জনতা ,

জুলুমে আঘাত হানবো ।

দুয়ারে প্রভাত আনবো

আলোর মশাল জ্বালবো ;

তীতুমীর হয়ে লড়বো

বাশের কেল্লা গড়বো । ।

উমর , খালেদের বিপ্লবী রক্ত ,

আমাদের ধমনীতে বহমান ;

বাতিলের সাথে লড়াইয়ে তাইতো ,

আমাদের নেই কোন পিছুটান।

সামনে এগিয়ে চলবো

সমরে সাহসী থাকবো ;

তীতুমীর হয়ে লড়বো

বাশের কেল্লা গড়বো ।

কুরআনের প্রেরনায় সংগ্রামী কাফেলা ,

পারবেনা কখনো থামাতে ,

ফেলবেনা হতাশায় চোখের জল,

থামবেনা হাজারো আঘাতে ।

বাধার পাহাড় পেরোবো

ঘুমন্ত বিবেক জাগাবো ;

তীতুমীর হয়ে লড়বো

বাশের কেল্লা গড়বো ।

বিষয়: বিবিধ

১২১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File