আমার প্রিয় রাজনীতিবিদ "ম্যালকম এক্স"।

লিখেছেন লিখেছেন রক্তচোষা ০৫ নভেম্বর, ২০১৩, ১০:৩৬:২৮ সকাল



যুক্তরাষ্টের কৃষ্ণাঙ্গদের মানবাধিকার আদায়ের আন্দোলনের অন্যতম নেতা ম্যালকম এক্স।

তার জন্ম ১৯২৫ খ্রিঃ এর ১৯শে মে,তিনি যুক্তরাষ্টের নেব্রাস্কা রাষ্টের ওমাহা শহরের একটি খ্রিষ্টান পরিবারে জন্মগ্রহন করেন।

আর্ল লিট্ল এবং তার দ্বিতীয় স্ত্রী লুইস লিটলের সাত সন্তানের মধ্যে ম্যালকম ছিলেন চতুর্থ সন্তান।

ম্যালকম এর বাল্যকালে তার পিতার কাছ থেকে শুনেছে কৃষ্ণাঙ্গদের গৌরব এর কথা।তার বয়স যখন তের তখন তার পিতা মারা যায় এবং তার মা মানসিক ভাবে অসুস্থ হয়ে যান।

ম্যালকম তার জীবনের কিচু সময় বস্টন এবং নিউইয়র্ক শহরে বেশ্যামী ও নানা রকম অপরাধমূলক কাজে নিযুক্ত থাকেন।১৯৪৬ সালে পুলিশ তাকে গ্রেপ্তার করে আট বছরের কারাদন্ড প্রদান করেন।

বন্দি অবস্থায় তিনি ইসলাম ধর্ম গ্রহন করেন।

তিনি নেশন অব ইসলামের সদস্য হন এবং ১৯৫২ সালে তার নামের পাশে এক্স যুক্ত করেন তার বংশীয় নাম লিট্ল মুছে।

১৯৫৮ সালে ম্যালকম এক্স বিবাহ বন্দনে আবদ্ধ হন।

নেশন অব ইসলামের প্রধান এলাইজাহ মুহাম্মদ এর সাথে তার বিবাদ সৃষ্টি হলে তিনি সেই দল প্রস্থান করেন।

তিনি একটি ধর্ম নিরপেক্ষ দল তৈরি করেন যার নাম "অরগানাইজেশন অব আফ্রো-আমেরিকান ইউনিটি"।

১৯৬৫ সালের ২১শে ফ্রেবুয়ারি নিউ ইয়ার্কে জনতার সামনে বক্তৃতাদানের সময়,কিছু ঘাতক তাকে গুলি করে হত্যা করেন।

বিষয়: বিবিধ

১৭৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File