প্রবাসীদের ঈদ
লিখেছেন লিখেছেন মানিক ফেনী ০৯ আগস্ট, ২০১৩, ০৬:০০:৫০ সন্ধ্যা
আজই এই খুশির ঈদের দিনে,
শুভেচ্ছারই মেলা এই ধরণীতে।
কলকাকলিতে মুখরিত ধ্বনিতে,
বাংলার অবুঝ কচি প্রাণগুলোতে।
গাছেরা সেজেছে আজ নতুন রুপে,
ফুলেরা সুভাষ ছডিয়েছে চারদিকে।
পাখীগুলো গান ধরছে নতুন সুরে,
আপনজনরা মেতেছে নানা উৎসবে।
আর আমি একলা বসে এই প্রবাসে,
দেখছিলাম কান্নাজডিত মেঘগুলোকে।
আমার কষ্ট গুলো কেউ না বুজলেও,
এই উম্মুক্ত উদার আকাশ বুজেছিলও।
তাইতো সেই আমার কষ্ট শিথিল করতে
সারাটা দিন কেঁদেছিলও করুণ সুরেতে।।
বিষয়: বিবিধ
১৩১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন