‘’ঈদের আনন্দ একার নয়’’

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৯ আগস্ট, ২০১৩, ০৬:০২:৩৬ সন্ধ্যা

ঈদ মোবারক!! সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক!!

আজকে ঈদ!!

অনেকের ঘরে ঘরে আনন্দ! শুধু আনন্দ নয় আনন্দের বন্যা যেন বইছে হরদম। আবার কারো ঘরে নেই সামান্য খাবার তবে আনন্দ করবে কি দিয়ে? আজকের এই ঈদেরদিনে সকল ব্লগার ভাইও বোনদেরকে বলবো আমরা একাকি আনন্দ চাইনা আমরা চাই সকলে মিলে আনন্দ করতে আজকের আনন্দ শুধু আমার বা আমাদের একার নয়, সবার। আমাদের এমনও অনেক ভাই বোনেরা আছেন যারা খুবই দামি পোষাক পরিধান করে এবং অনেকে আছেন যারা খুব অপচয়ও করেন মহান আল্লাহর অনুগ্রহের প্রত্যাশা বুকে নিয়ে, আমরা সেটা না করে আমাদের মধ্যে যারা অভাবি বা এয়াতিম মিসকিন অথবা বিধবা তাদের পাশে দাড়াই একটি করেও যদি সবাই সবার অভাব মোচনের কাজে নিজেকে নিয়োজিত করি তরে ইন................লাহ আগামিতে কোন অভাব থাকবেনা। আমরা খুব দামি পোষাক না কিনে মধ্যমা দামের পোষাক পরিধান করি এবং আমাদের একজনের বাজেটের উপর একজনকেও যদি একটি করে পোষাক দেই তবে সবাই সুন্দর ভাবে পোষাক পরতে পারে এবং প্রতিটি ঘর থেকে যদি অভাবিদের জন্য এক প্লেট করে খাবার দেই তবে কোন অভাবি মানুষই আজকের দিনে না খেয়ে থাকবেনা। আজকের এই আনন্দঘন মূহূর্ত্বেও কেউই কাঁদবেনা। বরং সকলের মুখে হাসি থাকবে ইনশাল্লাহ! আর তখন ঈদকে মনে হবে যেন আসলেই ঈদ প্রকৃত ঈদ

আসুন যে যেখানে আছি সেখান থেকেই আমরা আমাদের আশেপাশের কোন অভাবিকে খাবার বা পোষাক বা প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহযোগীতা করি এবং সকলের অভাব মোচনের কাজে আত্মনিয়োগ করি। আজকের ঈদের দিনের প্রার্থনা মহান আল্লাহর কাছে তিনি যেন সকলের সকল অভাব মোচন করে দেন। আমাদেরকে যেকোন মানুষের কষ্টে পাশে দাড়ানোর মনমানষিকতা তৈরি করে দেন।

আমিন ছুম্মা আমিন

বিষয়: বিবিধ

১৩৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File