"দুরে গেলে"
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৪ মে, ২০১৭, ১০:১৩:০৩ রাত
জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িতো ভালোবাসা আর অভিমান। কাছে থাকলে কতশত খুনসুটি আর দুরে গেলে ভালোবাসার টানে মনটা কেঁদে ওঠে। আসলেই কাছের মানুষেরা দুরে গেলেই বুঝা যায় সে কতটা প্রিয়। সে কতটা ভালো। সে কতশত গুণে গুনাণ্বিত। প্রিয়জন দুরে গেলেই মন বুঝে কতটা ভালোবাসে তাকে। সে কতটা আপন ছিলো?
বিষয়: বিবিধ
১৩১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন