"জ্ঞানী ব্যাক্তিত্ব"
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৬ মে, ২০১৭, ০৬:১০:০৬ সন্ধ্যা
পৃথিবীর মধ্যে তারাই সবচেয়ে জ্ঞানী মানুষ যারা নিজের মগজকে এলম্ অর্জনের কাজে লাগায়। আর এলম্ অর্জন হয়ে গেলে তা মানুষকে হেদায়াতের পথে আনতে কাজে লাগায়। জ্ঞানীরা তাদের সময়কে এত মূল্যায়ন করে যে প্রতিটা মূহুর্তই স্বর্নতুল্য তাদের কাছে। এভাবেই তারা স্বর্নতুল্য সময় মূল্যবান জান্নাতের কাজে ব্যয় করে। তাদের সময়, তাদের সম্পদ, তাদের জানকে তারা জান্নাতের বিনিময়ে বিক্রি করে আর জান্নাত খরিদ করে। এই দলের লোকগুলো মরে গিয়েও অমর হয়ে থাকে পৃথিবীর বুকে। তারা আল্লাহ্ থেকে পূরন করিয়ে নেয় দুনিয়ার যাবতীয় চাহিদা। আর আদায় করে নেয় মানুষের অন্তরের দোয়া ও ভালোবাসা। যদিও তাদের দুনিয়ার জীবনটা থাকে অভাব অনটনে আর আখেরাতের জীবন থাকে পরিপূর্ণতায়। সুবহানাল্লাহ্
বিষয়: বিবিধ
১২৭২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন