সহীহ বুখারী শরীফের ১০ টি বৈজ্ঞানিক হাদিসঃ
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ২৮ মার্চ, ২০১৭, ০১:৫১:৩৫ রাত
১) নবীজি (সঃ) বলেন,"জ্বর আসে জাহান্নামের তাপ থেকে!সুতরাং,জ্বর কে পানি দ্বারা প্রশমিত কর! (সহীহ বুখারী,, খন্ড: ৭:অধ্যায় ৭১:হাদিস ৬২১)
২) নবীজি (সঃ) বলেন,"যদি কারো পানিতে মাছি পড়ে যায়,তবে মাছিটিকে পানিতে চুবিয়ে তারপর পান কর!কারণ,মাছির এক ডানায় আছে রোগ,অন্য ডানায় আছে প্রতিকার! "(সহী বুখারী, 4:54:537)
৩) নবীজি (সঃ) বলেন,কালোজিরা আস-সামস ব্যতিত সর্বরোগের ঔষধ! আয়েশা জিজ্ঞেস করেন,আস-সামস কি?নবীজি উত্তরে বলেন,মৃত্যু!(বুখারী ৭:৭১:৫৯১)
৪) নবীজি (সঃ) বলেন,"যারা রোপ্যপাত্রে পানি পান করে,তারা জাহান্নামের আগুন দ্বারা তাদের পেটপুর্ণ করে! (বুখারী 7:69:538)
৫) নবীজি (সঃ) বলেন,"জাহান্নামের আগুণ আল্লাহর কাছে অভিযোগ করল,"হে আমার প্রতিপালক,আমার বিভিন্ন অংশ পরস্পরকে খেয়ে ফেলছে!সুতরাং,তিনি জাহান্নামকে দুইবার শ্বাস নেয়ার অনুমতি দিলেন,একটিটি শীতকালে (প্রশ্বাস),অন্যটি গ্রীষ্মকালে (নিঃশ্বাস)!এবং এটাই (গ্রীষ্মকলে) প্রখর গরম ও (শীতিকালে) তীব্র শীতের কারণ!
(বুখারী 4:54:482)
৬) নবীজি (সঃ) বলেন,"আল্লাহ হাচি পছন্দ করেন এবং হাই তোলা অপছন্দ করেন!(বুখারী 8:73:242)
৭)নবীজি (সঃ) বলেন,"ভাল স্বপ্ন আসে আল্লাহ থেকে আর দুঃস্বপ্ন আসে শয়তান থেকে! কেউ যদি দুঃস্বপ্ন দেখে তার উচিত আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাওয়া ও বাম দিকে থুথু নিক্ষেপ করা,কারণ এতে দুঃস্বপ্ন তার কোন ক্ষতি করতে পারবেনা। (বুখারী 9:87:115)
৮) আব্দুল্লাহ বর্ণিত: এক লোক নবীজি (সঃ) এর কাছে এসে বলল,সে সকাল পর্যন্ত ঘুমিয়েছে এবং নামায আদায় করতে পারেনি!! নবীজি বললেন: শয়তান তার কানে প্রস্রাব করে দিয়ে চলে গিয়েছে!(বুখারী 2:21:245)
৯) নবীজি (সঃ) বলেন,"তোমরা সূর্যদ্বয় ও সূর্যাস্তের সময় নামায আদায় করোনা, কারণ সূর্য শয়তানের মাথার দুইপ্রান্তের মধ্যখান দিয়ে উদিত হয়। (বুখারী৪:৫৪:৪৯৪)
১০) নবীজি (সঃ) বলেন,,"যে ব্যক্তি প্রতি সকালে ৭ টি আজওয়া খেজুর খায়,তার ওপর বিষ ও জাদু কোন প্রভাব ফেলতে পারেনা! (বুখারী ৭:৬৫:৩৫৬)।
সংগ্রহ
বিষয়: বিবিধ
১৬১৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকাল্লাহ খাইরান।
একটা নতুন জানলাম, বাকিগুলা যদি ও আগে শুনেছিলাম।
মন্তব্য করতে লগইন করুন