"সঙ্গোপনে তোমার তরে"
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ৩০ মার্চ, ২০১৭, ০৯:২৩:০৭ রাত
সঙ্গোপনে তোমার তরে কেবলই প্রার্থনা
সকল চাওয়া তোমার কাছে নিরবে নিভৃতে। যা মোদের প্রয়োজন, যাতে মোদের কল্যাণ উভয়-জাহানে। তুমি তাই করো দান হে দয়াবান। আমরা চাই বা না চাই। মনের সঙ্গোপনের সকল চাহিদা পূর্ণ করো হে রাহমান। আমি তো চাইতে পারিনা চাহিদা মতে। তুমি দিয়ে দাও যা প্রয়োজন আছে। তোমার ক্ষমা, তোমার দয়া, তোমার অনুগ্রহ, তোমার একান্ত সন্তুষ্টিই আমাদের সম্বল। তাই সবসময়ের প্রার্থনা তুমি তোমার মতো করে পরিচালিত করো আমাদ্বয়কে..........আমিন ইয়া রব্ব।
বিষয়: বিবিধ
১৩৫৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন