আপনার গলার ব্যাসের দ্বিগুন আপনার কোমড়ের মাপ
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৯ আগস্ট, ২০১৩, ০৫:৪৮:৫১ বিকাল
চানরাতে মার্কেটে গেছি,সাথে বউ,শালা ও সম্বন্ধী। সবার জন্য কিনতে কিনতে রাত বারোটা পার। এবার আমার জন্য একটা ভাল জিন্স কিনব বলে, এক দোকানে ঢুকেছি। ঢুকতেই, কোমড় কত? বুঝেও আমি একটু রসিকতা করলাম, আগে তো বেশি ছিল, এখন রোযা রাখতে রাখতে মনে হয় কমে গেছে। একজন সেলসম্যান এসে আমার মাপ নিল। যার সাথে রসিকতা করেছিলাম, সে আমাকে সামনে ডেকে হঠাৎ আমার গলায় প্যান্টের মাপ নিল। আমি ভাবলাম, এটাও একটা রসিকতা। বল্লাম, কি ব্যাপার ভাই, ঢাকার লোকেরা কি এখন গলায় প্যান্ট পরে নাকি? দোকানী হেঃ হেঃ করে হেসে বললেন, ভাইজান তো বেশ মজার মানুষ! আমি বল্লাম আপনি তো আরও সরেস। আমার শালা এবং সম্বন্ধী দেখে যাচ্ছে ডেনিম, ডিজেল, ডিডব্লু, লেভি- আর ভ্রু কোঁচকাচ্ছে- না এগুলোতে আপনাকে মানাবে না। সিদ্ধান্ত দিয়ে ওরা পাশের দোকানে চলে গেল (মনে হয় কোন সুন্দরীকে দেখেছে!)'প্যান্ট একটা হলেই হল'- এই তত্ত্বে বিশ্বাসী আমি দোকানীকে একটা জিন্স দেখিয়ে বল্লাম, আমার মাপে এইটা কি হবে? সে আবার আমার গলায় মাপল, এবার একটু সিরিয়াসলি জিজ্ঞেস করলাম- ভাই ব্যাপারটা কি? সে বলল, 'আপনার গলার ব্যাসের দ্বিগুন আপনার কোমড়ের মাপ'। আমি অবাক! এমন অভিজ্ঞতা এই প্রথম--। ফেরার পথে বউ,শালা, সম্বন্ধী সবাই হাসে- আমিও হাসি---
বিষয়: বিবিধ
১৬৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন