কবিতা : ঈদ এলোরে-----

লিখেছেন লিখেছেন আবুল বাশার আল কলি ০৯ আগস্ট, ২০১৩, ০৫:৪৬:১৯ বিকাল



ঈদ এলোরে লাগছে ভালো

হৃদয়ে নেই দুশমনি,

খোকা খুকি গাইছে গান

ভ্রমর গাইছে গুনগুনি।

ঈদের দিনে জেগেই অবাক

মা মনি রান্না ঘরে,

বহু স্বাদের তৈরি পিঠা

খেলাম খুব মজা করে।

খাবার শেষে বাবা মোরে

দিলেন একট উপহার,

অন্য হাতে দেখে বলি

ঐ গুলো কার আবার?

মা বললেন গরীব অনাথ

অনেকে আসবে ঈদে,

ছেড়া জামা গায়ে আর

পেটে নিয়ে ক্ষিধে।

নবী বলেছেন তোমরা সবাই

বন্ধু, ভাই ভাই,

সৃষ্টি সবাই এক খোদার

নাই ভেদাভেদ নাই।

তাদের থেকে আজকেও যদি

হই সবাই বিমুখ,

মোদের নবী পরকালে কি

বুঝিবেন মোদের দুখ্?

(০৩.০৩.১৯৯৭, নিজ বাড়িতে)

বিষয়: সাহিত্য

১৬০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File