অনন্ত জলিলকে নিয়ে আমার কিছু কথা!!!
লিখেছেন লিখেছেন ঘামা রশ্নি ১৫ অক্টোবর, ২০১৩, ০৭:৩২:২২ সন্ধ্যা
আমরা এমন এক জাতি যারা সবসময় একটা মানুষের খারাপ দিক গুলায় বেশি খুজে যদিও সে ভাল কিছু করে থাকে। এটা বলার কারন হল এখন অনন্ত জলিল কে নিয়ে সব সোশাল সাইট এ দারুন ভাবে সমালোচনা হয় এমন কি আমিও এক সময় করতাম আচ্ছা আমি ধরে নিলাম সে বাংলাদেশের ফ্লিম ইন্ডাস্ট্রি এর জন্য ৫০% আশির্বাদ এবং ৫০% অভিশাপ এখন আমার কথা হল তার ৫০% অভিশাপ এর কথা গুলা বাদ দিয়ে তার ৫০% আশির্বাদ এর কথা গুলা নিয়ে আলোচনা করি না কেন? সে তো বাংলাদেশ ফ্লিম ইন্ডাস্ট্রি এর জন্য তেমন খারাপ কিছু করে নি যখন ফ্লিম ইন্ডাস্ট্রি তে কোন ইনভেস্টর আসতেছেনা সব ডিরেক্টর প্রডিউসার রা যখন ব্যাঙ্ক থেকে লোন নিয়ে ফ্লিম তৈরি করতেছিল তাও ভাল ফরমেট এর ফ্লিম না যা আন্তর্জাতিকভাবে গ্রহনযুগ্য না তখন ই অনন্ত জলির ফ্লিম ইন্ডাস্ট্রি তে এসে ইনভেস্ট করা শুরু করল যা আগে কখনো ফ্লিম ইন্ডাস্ট্রি তে কেও করে নি, কেও কোনদিন মন্ত্রির সাথে বসে আলোচনা করে নি ফ্লিম ইন্ডাস্ট্রি কে কিভাবে উন্নত করা যায় অনন্ত জলিল হল সেই যে মন্ত্রির সাথে বার বার আলোচনা করত কিভাবে ফ্লিম ইন্ডাস্ট্রি কে উন্নত করা যায় এবং বাহিরে ফ্লিম এক্সপোর্ট করা জন্য পারমিশন নেই, আগে বাংলাদেশের ফ্লিম এর শুটিং তেমন বাহিরের দেশে হত না এখন দেখেন অনন্ত যখন বাহিরের দেশে শুটিং করা শুরু করল সবার ও ঘুম ভাংল এবং তারাও বাহিরের দেশে শুটিং করা শুরু করল, আমি মনে করি এখন আমাদের দেশের ফ্লিম ইন্ডাস্ট্রিতে অনন্ত জলিল আসাতে প্রতিযোগিতা বেড়েছে এখন সবাই ভাল ফরমেট এর ফ্লিম তৈরি করার প্রতি উৎসাহি হয়ে ওঠতেছে এবং তার খারাপ দিক গুলা থেকে সবায় শিক্ষা গ্রহন করতেছে, বাংলাদেশ ফ্লিম ইন্ডাস্ট্রি তে সবাই একটা জিনিস লক্ষ করবেন এক ব্যাকগ্রাউন্ড মিউজিক বার বার ব্যাবহারিত হয় কিন্তু অনন্ত জলিল এর ফ্লিম এ কিন্তু নতূন নতূন ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাবহার হয়, আগে আমাদের দেশে মানুষ তেমন হল এ গিয়ে সিমেমা দেখত না কিন্তু অনন্ত জলিরের ছবি সবায় হল এ গিয়ে দেখে এমন কি আমিও গেছিলাম দেখতে যদিও আগে কখনো যায় নি। সর্বশেষে বলতে হয় এটা মনে করিয়েন না আমি অনন্ত জলিলের বড় একটা ফ্যান আমিও তার অভিনয়ের ব্যাপারে এবং কথা বলার স্টাইল নিয়ে সমালোচনা করি কিন্তু তা মনের ভিতর ওর ভাল দিক গুলা নিয়ে আলোচনা করলাম কারন আমি একজন বাংলাদেশী আর আমাদের একটা জিনিস মনে রাখতে হবে সব ফ্লিম ইন্ডাস্ট্রি আর নায়ক রা ডাউন থেকে আসতে আসতে হাই হয়ে ওঠে।
বিষয়: বিবিধ
১৭৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন