২৭ বছর পুরানো কম্পিউটার দিয়ে ইন্টারনেট চালালো এক ইঞ্জিনিয়ার!!!
লিখেছেন লিখেছেন ঘামা রশ্নি ১৯ ডিসেম্বর, ২০১৩, ১০:১২:৩৪ রাত
অনেক আগে থেকেই মানুষের প্রয়োজনে কম্পিউটার ব্যবহার হয়ে আসছে তবে যুগের উন্নতির পাশাপাশি কম্পিউটারেরও উন্নতি হয়েছে এতে করে আগের কম্পিউটার দিয়ে বর্তমানে জটিল এবং বিশাল সফটওয়্যার ও ইন্টারনেটে কাজ করা প্রায় অসম্ভব কিন্তু সেই অসম্ভব কাজটি করেছেন Jeff Keacher নামের একজন ইঞ্জিনিয়ার।
Jeff Keacher নিজের ২৭ বছর পুরোনো ম্যাক প্লাস কম্পিউটার দিয়ে সম্প্রতি ইন্টারনেটব্রাউজ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি তার ইন্টারনেট ব্রাউজ করা সহ কিভাবে এতো পুরোনো এই যন্ত্র দিকে আধুনিক যুগের ইন্টারনেট ব্যবহার করলেন তা সব প্রকাশ করেছেন নিজের ব্লগে। সাধারণত আজ থেকে ২৭ বছর আগের ম্যাক প্লাস সেসময়ের জন্য আধুনিক হলেও বর্তমানের জন্য অত্যন্ত স্লো এক কম্পিউটার, বর্তমানেযেখানে কোরআই ৭, ৮ প্রসেসর চলে এসেছে সেখানে ম্যক প্লাসে ছিল মাত্র ৮ MHz প্রসেসর একই সাথে এর ছিল মাত্র ৪ MB র্যাম, ফলে এতে বর্তমানে ইন্টারনেট চালানো অনেকটাই দুঃস্বপ্ন! Jeff Keacher জানান তিনি প্রথমে ম্যাক প্লাসকে ইন্টারনেট সংযোগ দেয়ার চেষ্টা করেন কিন্তু তিনি এই সময়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হন কারণ এর অনেক হার্ডওয়্যার বর্তমানসফটওয়্যারের সাথে কাজ করেনা, একই সাথে এর দুর্বল র্যামও কাজ করেনা, ফলে তিনি এতে কিছু সংস্কারকরেন এবং বাড়তি কিছু হার্ডওয়্যার সংযুক্ত করেন। এর পর প্রায় ২৭ বছর পুরনো ম্যাক প্লাস কম্পিউটার অবশেষে ইন্টারনেটের সাথে সফল ভাবে সংযুক্ত হয়।
বিষয়: বিবিধ
১২৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন