প্রধান মন্ত্রী ঈর্ষার রাজনীতি থেকে ফিরে আসুন

লিখেছেন লিখেছেন মোঃ কবির হোসেন ১০ জুন, ২০১৬, ০৫:৩০:২৭ বিকাল

গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী

আপনি ভয়ংকর ঈর্ষার রাজনীতি থেকে ফিরে আসুন

জাতির চোঁখে এখন আপনি একজন ভীতু স্বস্র

জাতি এখন আপনার নাম নিতে ভয় পায় যেমনটি

জাতি ভয় পায় লাদেন আই এসের নাম লয়তে

আপনি আপনার স্হান ধরে রাখার জন্য

প্রতি পক্ষের উপর জুলুম অত্যাচার করছেন

প্রতি পক্ষকে প্রশ্নবিদ্ধ ফাঁসি দিচ্ছেন এইতু

আজ১০ জুন ২০১৬ জঙ্গী দমনে দেশ জুড়ে

পুলিশের সাঁড়াশি অভিযানে ৯শতাধীক

ব্যাক্তি আটক সহ ৯জনের মৃত্যু ঘটেছে।

যেন বিশ্ব বিবেকের নিকট আপনি একজন

মনুষত্য হীন মানুষের স্হানে আছেন

যা কোন দেশ প্রধানের জন্য প্রজাদের বিবেক ঘৃনায় ভস্মীত হয়

আর তাহা দেশ প্রধানের হীন মন্যতারই শুধু পরিচয় করে

আপনি কি করে অমন মনের অধিকারী হলেন?

কিসে আপনাকে অমন মানুষ তৈরী করল?

আপনি প্রশ্ন করুন নিজিকে

কতটা স্বস্হির শ্বাস নিচ্ছে আপনার প্রজাগণ?

আপনি যদি শুধু আপনার দলের প্রধাণ ভাবুন

শুধু আপনার দলের মানুষের কল্যাণ ভাবুন

তাহলে আপনি জাতির অভিশাপে নিমজ্জিত হবেন

নিশ্চয় অভিশাপ বড় ভয়ংকর আগুন

সেই আগুনে আপনি অনন্তকাল জ্বলবেন

বিশ্বাস না হলে মনকে প্রশ্ন করুন?

নিশ্চয় আপনি উত্তর পাবেন যে

অভিশপ্ত প্রাণ মাত্রই জাহান্নামী

আর নিশ্চয় আপনি জাতির অভিশাপে নিমজ্জিত

প্রতিটি প্রাণের মৃত্যু ভয় আছে

কারণ প্রতিটি প্রাণ বেঁচে থাকতে চায়

আর বর্তমান জাতি বেঁচে আছে মৃত্যু ভয়ে

আসলে এই মৃত্যু ভয় জাতির আপনাকে

যে আপনার বিপক্ষে কথা বলছে

যে আপনাকে ক্ষমতাচ্যুত করতে চায়

আপনি তাকে জেলে পুতছেন

তাকে অপরাধী বলে রিমান্ডে দিচ্ছেন

তবে আপনি ভুলে যাবেননা

ভয় মানুষকে শুধু মৃত্যুর যন্ত্রনায় দেয় না

ভয় মানুষকে মুক্তও করে

জাতি যেদিন মুক্ত হবে

সেদিন জাতি স্বাধীন হবে

আর স্বাধীনতার জন্য কোন জাতির প্রধান হচ্ছে সাহশ

আর আপনি জাতিকে সেই সাহশী করে তুলছেন

আর আপনি বিশ্বে তাদের পরিচয় দিচ্ছেন জঙ্গী

উগ্রপন্থী দেশ দ্রোহী

এখন জাতি বুঝতে পেরেছে আপনার ভিতরের

খবর

আপনি জঙ্গী উগ্রপন্থী দেশদ্রোহী দমনের নামে

জাতির মাঝে শত্রু সৃষ্টি করছেন

জাতিকে বিশ্বে সন্ত্রাসী নাম দিচ্ছেন

যে সন্ত্রাস তৈরী করে তার হাতেই তার মৃত্যু হয়

বলতে পারেন আপনি নিরাপত্তায় বেষ্টীত আছেন

না আমি বলব আপনি ভুল ভাবছেন

কারণ আমি জানি কেউ কাউকে নিরাপত্তা দিতে পারে না

বরং নিরাপত্তার নামে প্রাণ আরও ভীতু ভাবে বাঁচে

অর্থাৎ আপনি যাদের দ্ধারা নিরাপত্তা ভাবছেন

আমি দেখি তাদের প্রাণেরই নিরাপত্তা নাই

আর যার জীবনের নিরাপত্তা নাই

সে অন্যের জীবনের নিরাপত্তা দিবে কি করে?

হে আমি জানি আপনি অনেক বিজ্ঞ জ্ঞ্যানী

আর আমি এও জানি আপনার সেই জ্ঞ্যানের

আয়ু খুব কম কারণ আপনার দল ও বি পক্ষের দল

কারোর কোন নাম নিশানা মাত্র থাকবেনা

তা মহা কালের স্রোতে খুব শীঘ্র ভেসে যাবে৷

পুলিশের সাঁড়াশি অভিযান

ছবি সংগ্রহ



বিষয়: রাজনীতি

১১১১ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371627
১০ জুন ২০১৬ বিকাল ০৫:৩৮
ইরফান ভাই লিখেছেন : প্রধানমন্ত্রীর বিবেক নষ্ট হয়ে পচেঁ গিয়েছে।
১০ জুন ২০১৬ রাত ১০:৩১
308388
মোঃ কবির হোসেন লিখেছেন : প্রধানমন্ত্রীর বিবেক নষ্ট হয়ে পচেঁ গিয়েছে।ভাইয়া,কেমন আছেন?অনেক সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।শুভেচ্ছা রইল,ভাল থাকবেন।Good Luck Good Luck Good Luck
371629
১০ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:২৪
হতভাগা লিখেছেন : বাবুলের স্ত্রী মারা গিয়ে পুলিশদের জন্য দারুণ সুযোগ করে দিল । এমনিতেই রোজা রমজানের দিন এরকম কাজ করলে মানুষ অপছন্দ করতো । পুলিশের জন্য এখন ঈদের আগে বড় ঈদ এসে গেল ।
১০ জুন ২০১৬ রাত ১০:৩৫
308389
মোঃ কবির হোসেন লিখেছেন : "বাবুলের স্ত্রী মারা গিয়ে পুলিশদের জন্য দারুণ সুযোগ করে দিল । এমনিতেই রোজা রমজানের দিন এরকম কাজ করলে মানুষ অপছন্দ করতো । পুলিশের জন্য এখন ঈদের আগে বড় ঈদ এসে গেল" ।ভাইয়া,কেমন আছেন?মনপূত মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।শুভেচ্ছা রইল,ভাল থাকবেন।Good Luck Good Luck Good Luck
১১ জুন ২০১৬ সকাল ০৯:৩৪
308418
হতভাগা লিখেছেন : পুলিশদের ব্যাপারে এটা আমার বেসিক ধারনা । এটার পরিবর্তনের কোন লক্ষণই খুঁজে বের করতে পারছি না ।

আল'হামদুলিল্লাহ ভাল আছি । আশা করি আপনিও আল্লাহর রহমতে ভাল আছেন ।
371630
১০ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:৩৫
শেখের পোলা লিখেছেন : রাত্রি যত গভির হয় প্রভাত তত এগিয়ে আসে৷ "ঊষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাব তিমির রাত বাধার বিন্ধাচল"।ধন্যবাদ।
১০ জুন ২০১৬ রাত ১০:৩৮
308390
মোঃ কবির হোসেন লিখেছেন : "রাত্রি যত গভির হয় প্রভাত তত এগিয়ে আসে৷ "ঊষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাব তিমির রাত বাধার বিন্ধাচল"।ভাইয়া,কেমন আছেন?অসাধারণ মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।শুভেচ্ছা রইল,ভাল থাকবেন।Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
371672
১১ জুন ২০১৬ সকাল ০৯:০০
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। উত্তম আহ্বান।

মাশাআল্লাহ। ভালো লাগলো লিখাটি।
371773
১২ জুন ২০১৬ দুপুর ০১:০২
গাজী সালাউদ্দিন লিখেছেন : মন্তব্যটি পোস্ট রিলেটেড নয়। রমাদান নিয়ে ব্লগে আয়োজন চলছে। অংশ নিতে পারেন আপনিও। বিস্তারিত জানতে-

Click this link

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File