<><><> সিয়াম এল <><><>
লিখেছেন লিখেছেন শেখের পোলা ১০ জুন, ২০১৬, ০৭:০৪:০৫ সন্ধ্যা
আয়রে শ্রমিক আয়রে মজুর আয়রে মহাজন,
সিয়াম এসেছে দুয়ারে মোদের করি আলিঙ্গন।
সিয়াম এসেছে সঙ্গে এনেছে ‘রবের’ শ্বাশত বাণী,
কল্যাণকামী জনতার লাগি পবিত্র কোরাণ খানি।
সিয়াম শেখায় সংযম মোদেরে পঙ্কিল ধরাধামে,
সংযত হও পানাহারে, আচরণে, কথা আর কামে।
এ মাসে রয়েছে মাগফেরাত, রহমত ও নির্বান,
রয়েছে রজনী একটি যা হাজার মাসের সমান।
সিয়াম কর, কিয়াম কর, মস্তক কর অবনত,
মুছে ফেল গোনাহ আর গ্লানী হৃদয়ে রয়েছে যত।
বঞ্চিত হয়োনাক হেলায় সুযোগ হারায়োনা আর,
কে জানে এ দিন আসিবে পূণঃ জীবনে তোমার!
বিষয়: বিবিধ
১১৪৯ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুছে ফেল গোনাহ আর গ্লানী হৃদয়ে রয়েছে যত।
আল্লাহ ক্ষমা করুক এবং অআমাদেরকে সম্মানিত করুক
খুবিই ভালো লাগলো আলহামদুলিল্লাহ্।
মন্তব্য করতে লগইন করুন