সেবক হব!

লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৫ ডিসেম্বর, ২০১৮, ০৬:৩০:০৪ সকাল

সেবক হব!

শিং গুলো সব কোথায় গেল?

দন্ত গুলোও নাই,

দ্বারে দ্বারে ঘুরছে ফকির,

ভোটখানা যেন পাই।

অন্য সময় ভিন্ন সাজে

দেখায় পেশীর বল,

ধার্মীক হয় ভোটের সময়

দু-মুখোদের দল।

দেশের মানুষ অবাক চোখে

ভাবছে ময়ূর যাকে,

কদিন বাদে সেই ময়ূরই

কা কা রবে ডাকে।

পাঞ্জাবী আর মাথায় টুপি

তসবীহ আছে হাতে,

নিকাব হিজাব তাও এসেছে

চলছে সাথে সাথে।

হাঁসি মুখে দিচ্ছে সালাম

মিলায় হাতে হাত,

মূরগী ছেড়ে পাতি শিয়াল,

বলছে খাবে ভাত।

দেশের মানুষ সজাগ থেকো

বলছি বারে বার,

ন্যাড়া যেন বেল তলাতে

যায়না কভু আর।

আব্দুস সামাদ/২৪/১২/১৮

বিষয়: বিবিধ

৯০৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386394
৩১ জানুয়ারি ২০১৯ সকাল ১১:২৬
প্রবাসী মজুমদার লিখেছেন : আসসালামু আলাইকুম।

২৫শে ডিসেম্বর পোষ্ট করা শেখের পোলার লিখায় বুঝি মন্তব্য করার মত কোন ব্লগার নেই। আহারে ব্লগ। ব্লগারহীন ব্লগ যেন জনমানবহীন এক নিস্তব্ধ জনপদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File