"এস ভাঙ্গি এই নিরবতা"

লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৮ মার্চ, ২০১৮, ০৭:৪৮:৫৩ সন্ধ্যা

সেই পাঠশালা, সেই বটতলা আজও আছে তাই,

শুধু মোর পরিচিত সব মুখ গুলো আর নাই।

রাগ কোরনা বন্ধুরা সব ফিরে এস আরবার,

ভাঙ্গ নির্জনতা, চিরচেনা এ পাঠশালে কর গুলজার।

বিষয়: বিবিধ

১০৫১ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384928
১৯ মার্চ ২০১৮ রাত ১২:৩৬
সন্ধাতারা লিখেছেন : Salam..... very happy to see your beautiful writing mashallah.
১৯ মার্চ ২০১৮ সন্ধ্যা ০৬:৪৪
317447
শেখের পোলা লিখেছেন : অ আলায়কুমুস সালাম অ রহমাতুল্লাহ। ভাল থাকেন।
384948
১৯ মার্চ ২০১৮ রাত ১১:০৮
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : সময় চলে যায়। স্মৃতি গুলো কেবল পড়ে থাকে। ভালো লাগলো আপনার শব্দচয়ন।
২০ মার্চ ২০১৮ সকাল ০৫:৪৯
317453
শেখের পোলা লিখেছেন : দীর্ঘ অনুপস্থিতির পর দেখা। এখন ইনশাআল্লাহ থাকব। দোয়া প্রার্থী।ভাল থাকেন।
385019
২৮ মার্চ ২০১৮ সকাল ০৮:৩৯
রাইয়ান লিখেছেন : সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন !
২৮ মার্চ ২০১৮ সন্ধ্যা ০৬:২৮
317505
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ। ভাল থাকুন, ভাল ভাল লেখা পোষ্ট করুন।
385283
০৭ মে ২০১৮ রাত ০১:৩২
আমি আল বদর বলছি লিখেছেন : যদিও ব্লগে আমি নতুন আপনার পোস্টে প্রথম মন্তব্য ৪ লাইনের কবিতা খুবই ভাল লেগেছে
১০ মে ২০১৮ রাত ০২:৫১
317663
শেখের পোলা লিখেছেন : নতুনের জন্য এ গুরুগৃহে সাদর আমন্ত্রন জানাই আপনাকে। এক সময় দিন কাটতনা অন্ততঃ একবার এখানে না এলে। বলতে হয় এ অঙ্গন গমগম করত। অনেকদিন দেশে গ্রামের বাড়ি থাকার জন্যে যোগাযোগ ছিল না। ফিরে এসে দেখি ভগ্ন দশা। সমাগম হয়না, সহযাত্রীরা নাই। তাই সকলকে আহবান করে এ চার লাইন লিখে ছিলাম। আপনার ভাল লাগলে আমার পাতায় অনেক কবিতা পাবেন। আপনাকে ধন্যবাদ
১০ মে ২০১৮ সকাল ১০:৪৭
317667
আমি আল বদর বলছি লিখেছেন : এই ব্লগের ব্লগার হওয়ার আগে আমি এই ব্লগের প্রতিদিনের ভিজিটর ছিলাম, এবং আপনার ব্লগার কুয়েত থেকে গাজি সালাউদ্দিন বাংলার দামাল সন্তান আরও কিছু ভাইদের নিয়মিত পাঠক ছিলাম, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার নতুন করে পথ চলা শুরু করবো এই ব্লগ দিয়ে দোয়া করবে ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File