অচিন পাখি । (দাদা হওয়ার আনন্দে)
লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৪ আগস্ট, ২০১৮, ০৭:০৬:৩১ সকাল
আঁধার ঠেলে আলোর পথে,
যাদুর কাঠি লয়ে,
মোর আঙিনায় এলি কেরে ,
অচিন পাখি হয়ে।
অপেক্ষারই প্রহর গেছে,
বছর গেছে কত,
হঠাৎ এলি সুবাস হয়ে,
হাসনা হেনার মত।
চাঁপার কলি কিংবা গোলাপ,
কোন কাননে ছিলি,
কোন বা পরী সওয়ার হয়ে,
মোর বাগানে এলি।
কোন বা তিথীর চন্দ্র, নাকি
পুন্যিমাসীর চাঁদ,
সবার মাঝে এল জোয়ার,
উপ্ছে খুশীর বাঁধ।
কাঁদলি একা হাঁসল সবে,
এমন যাদু দিলি,
আঁধার ঘরে হঠাৎ যেন
জ্যোৎস্না হয়ে এলি।
কে দিল তোর চিকন ঠোঁটে,
হৃদয় কাড়া হাঁসি,
ক্রন্দনে তোর ঝরায় যেন,
মুকতা রাশি রাশি।
বাঁকা ভুরু চওড়া কপাল,
টোল দিয়েছে গালে,
কণ্ঠস্বরে ঠিক যেন কোন,
কোকীল ডাকে ডালে।
জ্ঞান-গরিমায় হইও সেরা,
এই কামনা করি,
এ নিয়ামত দিলেন যিনি,
তার নামটি স্মরি’।
টরোন্ট/৩০ জুলাই /’১৮
বিষয়: বিবিধ
১০০৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভরল মনপ্রাণ
সুরের তালে লুঙ্গি খিচে
নাচল দাদাজান।
মন্তব্য করতে লগইন করুন