*******আমি বাঁচতে চেয়েছি*******
লিখেছেন লিখেছেন মোঃ কবির হোসেন ১৭ জুন, ২০১৬, ০৪:৫১:৪৩ রাত
আমি বাঁচতে চেয়েছি
পথে ঝড়া পাতা ধরে
ঘাশের পাতা ধরে
খরকুটো ধরে
আমি ধরে রাখতে পারিনি
পাতা ঘাশ খরকুটে
ঝড় কেড়ে নেই সবই
তবুও আমি বাঁচতে চেয়েছি
আমি বাঁচতে চেয়েছি
আলো বাতাসে মিশে
দানব গুলো আমার
চোঁখের তারায় তীর ছুঁড়ে
আমার বাতাস ভারী
দুষিত করে
তবুও আমি বাঁচতে চেয়েছি
আমি বাঁচতে চেয়েছি
এক টুকরো শাদা কাগজে
প্রেতাত্বা কাগজটুকুতে কালিমা
মেখে চলে যায়
আমি হারিয়ে যাই কাল মেঘে
ওরা আমাকে সেখান থেকে
টেনে হেঁচরে বের করে
আমার চোঁখে বৃষ্টি বেঁধে দেয়
তবুও আমি বাঁচতে চেয়েছি
আমি বাঁচতে চেয়েছি
পাখির পালকে উড়ে
ওরা পাখিটি জবাই করে
পালক গুলো ফেলে দেয়
ময়লার ডাষ্টবিনে
আমার নাক কুচকে আসে
তবুও আমি বাঁচতে চেয়েছি
আমি বাঁচতে চেয়েছি
পানির উপর ভাসা কচুরী পাতায়
ভর করে
আমি হারিয়ে যাই অতল গহীনে
আমি সেখানেও বাঁচতে চেয়েছি
মাটি ধরে
বালি খামছে
আমি ধরে রাখতে পারিনি
মাটি
বালি
তবুও আমি বাঁচতে চেয়েছি
আমি শেষ বাঁচতে চেয়েছি
নখের ভিতর লুকানো
মাটি
বালি ধরে
আমি ধরে রাখতে পারিনি তাও
পানি ধুইয়ে নেই সবই
তবুও আমি বাঁচতে চেয়েছি।
ছবি সংগ্র
বিষয়: সাহিত্য
১১৪২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন