আমার কাছে ঈদের দিন

লিখেছেন লিখেছেন মোঃ কবির হোসেন ০৬ জুলাই, ২০১৬, ০২:৫২:৪৫ রাত

আমার কাছে ঈদের দিনটি একদমই পছন্দ নয়

এই দিনটি আমার কাছে আন্দদতো মনে হয়ই না

বরং নিরানন্দ মনে হয়

এই দিনটিতে আমার দেশের লোক বেশী দুঃখ ভোগ করে

আর দুঃখটা তখনই অনুভব হয় যখন দেখি আবর্জনা থেকে

বাচ্চারা খাবার তুলে খাচ্ছে

এবং কিছু বাচ্চারা সেই খাবার আবর্জনায় ফেলে দিচ্ছে

কিছু বাবা তার ছেলে মেয়েকে নতুন পোশাক দিচ্ছে

এবং কিছু বাবা তার ছেলে মেয়েকে নতুন পোশাক

না দিতে পেরে ভিতরে ভিতরে পুড়ছে

কিছু বাচ্চা তার বাবার হাত ধরে ঈদ গাহে যাচ্ছে

এবং কিছু বাচ্চা তার বাবার হাত ধরে ময়লার ডাষ্টবিন থেকে

মাতৃ দুগ্ধ শিশুর আহার জোগার করছে

কিছু মা এই দিনে তার বাচ্চার জন্য পুলাও মাংস

বিরানী তৈরী করছে

এবং কিছু মা তার সন্তানকে কিছু না দিতে পেরে

চোঁখের জলে বুক ভাসাচ্ছে

কিছু ছেলে মেয়ে এই দিনে নামী দামী পোশাক পড়বে

এবং কিছু ছেলে মেয়ে তা পড়তে না পেড়ে

ক্ষোভে ভিতরে ভিতরে তেলে বাগুনে জলে

এবং পত্রিকায় কিছু আত্বহত্যার খবর প্রকাশ সম্ভাব্যময় হয়ে থাকে

তাই

ঈদের দিনটি আমার বড় অপ্রিয়

এই দিনে আমি খুব ভয়ে ভয়ে বাঁচি

এই দিনটির ধরুণ যেন

কেউ গলায় দেই না রশী

যদি কেউ গলে পড়ে রশী

কোন বলে পুড়ে কারো মন

তবে যে এই দিন ঈদের দিন

বিশ্ব কলংকিত দিন পাবে।

ঈদ ইমেজ সংগ্রহিত



বিষয়: সাহিত্য

১৫০৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374090
০৬ জুলাই ২০১৬ সকাল ০৮:১৩
রাশেদ বিন জাফর লিখেছেন : ভালো লাগলো । অগ্রীম ঈদ মোবারক
০৬ জুলাই ২০১৬ সকাল ০৯:০৯
310384
মোঃ কবির হোসেন লিখেছেন : ভাই,কেমন আছেন?ঈদ মোবারক।মনপূত মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।আপনার প্রতি আমার শুভ কামনা রইল।ভাল থাকবেন।Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File