মওলানা নিজামী স্বরণে-----
লিখেছেন লিখেছেন মোঃ কবির হোসেন ১২ মে, ২০১৬, ০৩:০০:৫৫ দুপুর
মওলানা নিজামী আমার কেউ না,
আমিও মওলানা নিজামীর কেউ না৷
তবু,এই প্রাণ কেমন হু-হু
করছে মওলানা নিজামীর জন্য৷
অপরাধী মনে হচ্ছে আমাকে,যেন,
আমিই নিজামীকে ফাঁসি দিলাম৷
যেন,আমিই পৃথিবীর সকল প্রাণ
শীরচ্ছেদ খুন,হত্যা,জবাই করলাম৷
অমন খুন,হত্যা,জবাইয়ের ধরুন
তুমি আমার ফাঁসি কার্যকর কর৷
এই পৃথিবীতে কি কোন হিংস্রের
আদালত নাই?
নাকি সকল হিংস্র মানুষ হয়ে গেছে?
নাকি মানুষ সকল হিংস্র হয়ে গেছে?
আমি এখন মানুষকে হিংস্র করে দেখি,
হিংস্রকে মানুষ করে দেখি৷
পৃথিবীর সকল খুন,হত্যা,জবাই,ফাঁসি
হিংস্র করছে,তাদের প্রাণ পোষ্ট করার
জন৷
এই পৃথিবীতে একজন মানুষও রবে না,
সকল মানুষ হিংস্রের থাবায় হিংস্র হবে৷
হিংস্রের বাস হবে এই পৃথিবী৷
কোন মনুষত্য থাকবে না মানুষের মনে-
মনুষত্য ব্যাতিত কি মানুষ হয়?না৷
মানুষ খুঁজার জন্য মানুষ বনে যাবে৷
সে খুঁজে পাবে বন্য প্রাণীতে মনুষত্য৷
মানুষকে ভালবাসবে বন্য প্রাণী,এবং,
মানুষ বন্য প্রাণী থেকে ভালবাসাও
শিখবে৷যেমন,শিখে ছিল মানুষ বন্য
প্রাণী থেকে আত্বরক্ষা৷
তবে,এখন মানুষের আত্বরক্ষা কৌশল
অধীক ভয়ংকর৷মানুষ আইন তৈরী করেছে৷
সেই আইনে মানুষ খুন,হত্যা,জবাই,শীরচ্ছে করছে৷
তারা প্রাণ নাশে উৎসব করছে৷
সেই উৎসবে আয়োজকের থাকছে
নারী ও মদ৷
মানুষ সকল কি করে অমন হিংস্র হল?
কিসে মানুষ অত ভয়ংকর,স্বারপর্থ হল?
ঐ যে,বর্তমান গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ
সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা,
যুদ্ধাপরাধ ট্রাইবোনাল আইন তৈরী করেছে,
৪৫বৎসর পূর্বের যুদ্ধের বিপক্ষের লোকদের
ফাঁসি দিচ্ছে৷জাতি দেখছে,রাজাকারদের
ফাঁসি দিচ্ছে৷কিন্তু,কেউ দেখছে না,দেশ নেত্রীর
ভিতরে আছে একটি ভয়ংকর স্বার্থ৷আর,
সেই ভয়ংকর স্বার্থ উদ্ধারের ভয়ংকর
অস্র হচ্ছে তার যুদ্ধাপরাধ ট্রাইবোনাল৷
সেই ট্টাইবোনাল তার নিরাপত্তা৷তার
বিপক্ষকে ধ্বংস করার অস্র৷
কোনদিন জাতি জাগ্রীত হবে?কোনদিন
ভয়ংকর স্বার্থের,হিংস্রের দাত উপরে দিবে জাতি?
নাকি হিংস্রের থাবায় বিলীন হবে জাতি?
আর,বেঁচে রব শুধু আমি এক কাপুরুষ।
*****আমার নিকট পৃথিবীর নিকৃষ্ট সেই,যে দেশ প্রধান ফাঁসি কার্য চালু রাখে,এবং,আমার নিকট সেই দেশ প্রধান পৃথিবীর শ্রেষ্ঠ গন্ঠ,মূর্খ৷
কারণ,সেই দেশ প্রধান জানেনা,কোন প্রাণের ফাঁসি কার্যের মধ্য দিয়ে পৃথিবীর সকল প্রাণের ফাঁসি কার্যকর হয়৷।
ছবি সংগ্রহ ইন্টারনেট।
বিষয়: সাহিত্য
১৩৩৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাংলাদেশ নিজামীদের কদর বুঝলো না
াআমি বাংলাদেশের দালাল
ভয়ংকর স্বার্থের,হিংস্রের দাত উপরে দিবে জাতি?
নাকি হিংস্রের থাবায় বিলীন হবে জাতি?
ভালো লাগলো ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন