মওলানা নিজামী স্বরণে-----

লিখেছেন লিখেছেন মোঃ কবির হোসেন ১২ মে, ২০১৬, ০৩:০০:৫৫ দুপুর

মওলানা নিজামী আমার কেউ না,

আমিও মওলানা নিজামীর কেউ না৷

তবু,এই প্রাণ কেমন হু-হু

করছে মওলানা নিজামীর জন্য৷

অপরাধী মনে হচ্ছে আমাকে,যেন,

আমিই নিজামীকে ফাঁসি দিলাম৷

যেন,আমিই পৃথিবীর সকল প্রাণ

শীরচ্ছেদ খুন,হত্যা,জবাই করলাম৷

অমন খুন,হত্যা,জবাইয়ের ধরুন

তুমি আমার ফাঁসি কার্যকর কর৷

এই পৃথিবীতে কি কোন হিংস্রের

আদালত নাই?

নাকি সকল হিংস্র মানুষ হয়ে গেছে?

নাকি মানুষ সকল হিংস্র হয়ে গেছে?

আমি এখন মানুষকে হিংস্র করে দেখি,

হিংস্রকে মানুষ করে দেখি৷

পৃথিবীর সকল খুন,হত্যা,জবাই,ফাঁসি

হিংস্র করছে,তাদের প্রাণ পোষ্ট করার

জন৷

এই পৃথিবীতে একজন মানুষও রবে না,

সকল মানুষ হিংস্রের থাবায় হিংস্র হবে৷

হিংস্রের বাস হবে এই পৃথিবী৷

কোন মনুষত্য থাকবে না মানুষের মনে-

মনুষত্য ব্যাতিত কি মানুষ হয়?না৷

মানুষ খুঁজার জন্য মানুষ বনে যাবে৷

সে খুঁজে পাবে বন্য প্রাণীতে মনুষত্য৷

মানুষকে ভালবাসবে বন্য প্রাণী,এবং,

মানুষ বন্য প্রাণী থেকে ভালবাসাও

শিখবে৷যেমন,শিখে ছিল মানুষ বন্য

প্রাণী থেকে আত্বরক্ষা৷

তবে,এখন মানুষের আত্বরক্ষা কৌশল

অধীক ভয়ংকর৷মানুষ আইন তৈরী করেছে৷

সেই আইনে মানুষ খুন,হত্যা,জবাই,শীরচ্ছে করছে৷

তারা প্রাণ নাশে উৎসব করছে৷

সেই উৎসবে আয়োজকের থাকছে

নারী ও মদ৷

মানুষ সকল কি করে অমন হিংস্র হল?

কিসে মানুষ অত ভয়ংকর,স্বারপর্থ হল?

ঐ যে,বর্তমান গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ

সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা,

যুদ্ধাপরাধ ট্রাইবোনাল আইন তৈরী করেছে,

৪৫বৎসর পূর্বের যুদ্ধের বিপক্ষের লোকদের

ফাঁসি দিচ্ছে৷জাতি দেখছে,রাজাকারদের

ফাঁসি দিচ্ছে৷কিন্তু,কেউ দেখছে না,দেশ নেত্রীর

ভিতরে আছে একটি ভয়ংকর স্বার্থ৷আর,

সেই ভয়ংকর স্বার্থ উদ্ধারের ভয়ংকর

অস্র হচ্ছে তার যুদ্ধাপরাধ ট্রাইবোনাল৷

সেই ট্টাইবোনাল তার নিরাপত্তা৷তার

বিপক্ষকে ধ্বংস করার অস্র৷

কোনদিন জাতি জাগ্রীত হবে?কোনদিন

ভয়ংকর স্বার্থের,হিংস্রের দাত উপরে দিবে জাতি?

নাকি হিংস্রের থাবায় বিলীন হবে জাতি?

আর,বেঁচে রব শুধু আমি এক কাপুরুষ।

*****আমার নিকট পৃথিবীর নিকৃষ্ট সেই,যে দেশ প্রধান ফাঁসি কার্য চালু রাখে,এবং,আমার নিকট সেই দেশ প্রধান পৃথিবীর শ্রেষ্ঠ গন্ঠ,মূর্খ৷

কারণ,সেই দেশ প্রধান জানেনা,কোন প্রাণের ফাঁসি কার্যের মধ্য দিয়ে পৃথিবীর সকল প্রাণের ফাঁসি কার্যকর হয়৷।

ছবি সংগ্রহ ইন্টারনেট।



বিষয়: সাহিত্য

১৩৩৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368826
১২ মে ২০১৬ দুপুর ০৩:৩৭
কুয়েত থেকে লিখেছেন : নাকি হিংস্রের থাবায় বিলীন হবে জাতি আর,বেঁচে রব শুধু আমি এক কাপুরুষ।হাঁ!বেঁচে রবো আমরা কাপুরুষরাই। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
১৩ মে ২০১৬ দুপুর ০২:০৩
306208
মোঃ কবির হোসেন লিখেছেন : ভাইয়া,আপনি কেমন আছেন?মনপূত মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।আমার শুভেচ্ছা জানবেন,ভাল থাকবেন।মঙ্গল কামনা রইল।Good Luck Good Luck Good Luck
368838
১২ মে ২০১৬ বিকাল ০৪:৫৬
হতভাগা লিখেছেন : আপনি পাকিস্তানে চলে যান , আপনাকে ওরা মাথায় তুলে রাখবে।

বাংলাদেশ নিজামীদের কদর বুঝলো না
১২ মে ২০১৬ বিকাল ০৫:৩১
306144
বার্তা কেন্দ্র লিখেছেন : আপনি হিন্দুস্থান চলে যান, রামপন্থী কোথাকার?
১৩ মে ২০১৬ দুপুর ০২:০৪
306209
মোঃ কবির হোসেন লিখেছেন : ভাইয়া,আপনি কেমন আছেন?মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।আমার শুভেচ্ছা জানবেন,ভাল থাকবেন।মঙ্গল কামনা রইল।Good Luck Good Luck Good Luck
১৪ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৫৬
306301
হতভাগা লিখেছেন : পাকিস্তান হাই কমিশন আপনাদের জন্য হাহাকার করে যাচ্ছে।
াআমি বাংলাদেশের দালাল
368847
১২ মে ২০১৬ বিকাল ০৫:৩০
বার্তা কেন্দ্র লিখেছেন : নিজামীরা হারেনি-হেরেছে ইন্ডিয়ার দালালরা!
১৩ মে ২০১৬ দুপুর ০২:০৭
306210
মোঃ কবির হোসেন লিখেছেন : ভাইয়া,আপনি কেমনআছেন?"নিজামীরা হারেনি-হেরেছে ইন্ডিয়ার দালালরা"! মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।আমার শুভেচ্ছা জানবেন,ভাল থাকবেন।মঙ্গল কামনা রইল।Good Luck Good Luck Good Luck
368916
১৩ মে ২০১৬ রাত ০৪:৫৭
awlad লিখেছেন : কোনদিন জাতি জাগ্রীত হবে?কোনদিন

ভয়ংকর স্বার্থের,হিংস্রের দাত উপরে দিবে জাতি?

নাকি হিংস্রের থাবায় বিলীন হবে জাতি?
ভালো লাগলো ধন্যবাদ
১৩ মে ২০১৬ দুপুর ০২:০৯
306211
মোঃ কবির হোসেন লিখেছেন : ভাইয়া,আপনি কেমন আছেন?মনপূত মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।আমার শুভেচ্ছা জানবেন,ভাল থাকবেন।আপনার প্রতি আমার মঙ্গল কামনা রইল।Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File