হামজা ও হিন্দার উত্তরসূরি
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১২ মে, ২০১৬, ০২:৫১:৫৩ দুপুর
শহীদি মিছিল সেতো লক্ষ কোটি বছরের ইতিহাস
হাবিলের রক্তাক্ত লাশ দিয়ে যে মিছিলের শুরু
কতশত নবী রসুল সে মিছিলের অভিযাত্রী।
-
দেশ কাল পাত্রভেদে যে মিছিল দীর্ঘায়িত হচ্ছে অনন্তের পথে
বদর ওহুদ খন্দক হয়ে যে মিছিল আছড়ে পড়েছে সবুজ বাংলায়
সে মিছিলের সাথী হওয়া বড়ই সৌভাগ্যের।
-
ওই দেখ, ওহুদের মাঠে হামজার ক্ষতবিক্ষত লাশ
কলিজাখানি ছিঁড়ে মুখে নিয়ে নারকীয় উল্লাসে হিন্দা
হিন্দার উত্তরসূরিরা আজো বেচে আছে।
-
আজো হামজারা হাসতে হাসতে পাড়ি দেয় মরণপথ
উল্লাসে ফেটে পড়ে আবুজেহেলের প্রেতাত্মারা
সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে যুগযুগান্তরে।
বিষয়: সাহিত্য
১২১৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উল্লাসে ফেটে পড়ে আবুজেহেলের প্রেতাত্মারা
সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে যুগযুগান্তরে।
ভালো লাগলো,ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন