হামজা ও হিন্দার উত্তরসূরি

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১২ মে, ২০১৬, ০২:৫১:৫৩ দুপুর



শহীদি মিছিল সেতো লক্ষ কোটি বছরের ইতিহাস

হাবিলের রক্তাক্ত লাশ দিয়ে যে মিছিলের শুরু

কতশত নবী রসুল সে মিছিলের অভিযাত্রী।

-

দেশ কাল পাত্রভেদে যে মিছিল দীর্ঘায়িত হচ্ছে অনন্তের পথে

বদর ওহুদ খন্দক হয়ে যে মিছিল আছড়ে পড়েছে সবুজ বাংলায়

সে মিছিলের সাথী হওয়া বড়ই সৌভাগ্যের।

-

ওই দেখ, ওহুদের মাঠে হামজার ক্ষতবিক্ষত লাশ

কলিজাখানি ছিঁড়ে মুখে নিয়ে নারকীয় উল্লাসে হিন্দা

হিন্দার উত্তরসূরিরা আজো বেচে আছে।

-

আজো হামজারা হাসতে হাসতে পাড়ি দেয় মরণপথ

উল্লাসে ফেটে পড়ে আবুজেহেলের প্রেতাত্মারা

সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে যুগযুগান্তরে।

বিষয়: সাহিত্য

১২১৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368827
১২ মে ২০১৬ দুপুর ০৩:৪০
কুয়েত থেকে লিখেছেন : বদর ওহুদ খন্দক হয়ে যে মিছিল আছড়ে পড়েছে সবুজ বাংলায় সে মিছিলের সাথী হওয়া বড়ই সৌভাগ্যের। লেখাটি ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
368848
১২ মে ২০১৬ বিকাল ০৫:৩৪
বার্তা কেন্দ্র লিখেছেন : আজো হামজারা হাসতে হাসতে পাড়ি দেয় মরণপথ
উল্লাসে ফেটে পড়ে আবুজেহেলের প্রেতাত্মারা
সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে যুগযুগান্তরে।

ভালো লাগলো,ধন্যবাদ
368874
১২ মে ২০১৬ রাত ০৮:০৪
শেখের পোলা লিখেছেন : চমৎকার উপমা। তাহলে হিন্দা এখন বাংলায়।
368884
১২ মে ২০১৬ রাত ০৮:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
368993
১৪ মে ২০১৬ সকাল ১১:৪৬
আবু জান্নাত লিখেছেন : মা-শা আল্লাহ, ভালো লেগেছে। ধন্যবাদ
369028
১৪ মে ২০১৬ রাত ০৮:১১
হতভাগা লিখেছেন : সূদুর প্যারিস থেকে চলে আসুন শহীদদের কাফেলায় যোগ দিতে , এই বাংলাদেশে(কমেন্ট পড়েই পেট মোচড়ানো শুরু করে দিয়েছে - তাই না ?)
369272
১৬ মে ২০১৬ সন্ধ্যা ০৬:০২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ভাল লাগলো। ধন্যবাদ।
376392
১৭ আগস্ট ২০১৬ সকাল ১১:১২
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : মা-শা আল্লাহ, ভালো লেগেছে। ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File