আমিও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভাষায় বলতে চাই.....
লিখেছেন লিখেছেন মোঃ কবির হোসেন ০৬ মে, ২০১৬, ০৫:৩৯:২৩ বিকাল
আজ অনলাইনে পত্রিকা পড়ে জানতে পারি,জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা রিভিউ আবেদন খারিজ করে দিয়ে তার মৃত্যুদণ্ড বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এবং,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলে জানিয়েছেন যে,সকল আইনি প্রক্রিয়া শেষ করেই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করা হবে।শুক্রবার বেলা ১২ টার দিকে তিনি এ কথা বলেন।
এবং,জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করতে কাশিমপুর কারাগারে গেছেন তার পরিবারের সদস্যরা।
এই জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বাতিলের আহবান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।"আরেকটা জীবন নিয়ে নেয়া মানে সহিংসতার এ চক্রকে চিরস্থায়ী করা। আমরা বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি পরবর্তী সংকটের কথা বিবেচনায় রেখে অবিলম্বে এই মৃত্যুদণ্ড আরোপে স্থগিতাদেশ ঘোষণা করা হোক"।
আমিও সেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভাষায় বলতে চাই,
“যে প্রাণ নাশে আরও প্রাণ নাশের আশংকা থাকে,সেই প্রাণ নাশ না করায় জাতির কল্যাণ”।এবং,সেই সাথে আমি গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রীকে বলতে চাই,অপরাধীর বয়স বিবেচনা করে কি মৃত্যু কার্যকরের পরিবর্তে আমরণ দন্ড দেওয়া আইন চালু করা যায় না?
মাওলানা মতিউর রহমান নিজামী
ছবি অনলাইনে সংগ্রহ
বিষয়: রাজনীতি
১১১৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ।ভাই,আপনি আমার শুভেচ্ছা জানবেন,ভাল থাকবেন।আপনার প্রতি আমার মঙ্গল কামনা রইল।
অনেক ধন্যবাদ।ভাই,আপনি আমার শুভেচ্ছা জানবেন,ভাল থাকবেন।আপনার প্রতি আমার মঙ্গল কামনা রইল।
মন্তব্য করতে লগইন করুন