হে তুমি আমার কোন স্বপ্ন প্রিয়?

লিখেছেন লিখেছেন মোঃ কবির হোসেন ১৮ এপ্রিল, ২০১৬, ০২:১২:৫৩ দুপুর

একদিন আমাকে দাফন করা হবে

সেদিন কফিনটি খুঁলে শেষ বারের মত

দেখবার আমার কেউ আপন নাই৷

এতকাল এই বুকের যে প্রাণটি আমি

আপন ভেবে এসে ছিলাম,সে কখন

যে আমায় পর করে চলে গেছে,আমি

বিন্দু টের পাইনি,শুধু সে যাবার কালে

আমার হাতে একটি মুড়ানো পলিথিন

ব্যাগ দিয়ে বিষাক্ত সাপের মত চলে গেল

আমি ব্যাগটি ভয়ে ভয়ে খুঁলে দেখি

আমারই হৃদপিন্ড থেকে ফুঁটা,ফুঁটা

রক্ত জড়ছে।

আমি অমন আমার হৃদপিন্ড দেখে

বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ি,থর

থর হাত থেকে হৃদপিন্ডটি মাটিতে

পড়তেই যেন মহাকাশ থেকে কোন

উল্কার মত হৃদপিন্ডটি বিচ্ছিন্ন হল৷

আমি দেখি প্রতিটি বিচ্ছিন্ন হৃদপিন্ডে

আমার স্বপ্ন গুলো পুড়ে কয়লার মত

কাল হয়ে আছে৷ঠিক যেন কয়লা

আকৃতির ধুমকেতুর মত হয়ে আছে৷

আমি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে স্বপ্ন গুলি দেখি

অবাক চোখে দেখি,বিষ্মিত হই একটি

স্বপ্ন তখনো বেঁচে আছে,আমার দিকে

করুণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে৷আমি

দেখি তার প্রাণে আগুন দাউ দাউ করে

জ্বলছে,তবুও সে বেচে আছে৷

বলি,হে তুমি আমার কোন স্বপ্ন প্রিয়?

হে কবির,আমি তোমার সেই প্রেম,

ভালবাসা৷আর আমার প্রাণে যে

আগুন দেখছ দাউ দাউ করে জ্বলছে

যেন এই আগুন তোমার প্রাণ৷এই

আগুন যখন নিভে যাবে তখন

তোমার মৃত্যু হবে।

বিষয়: সাহিত্য

১২০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File