সুরে সুরে.... সূরা আন নাস Good Luck ভাবানুবাদ

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৭ জুন, ২০১৬, ০৩:৫১:২১ রাত



শুরু করি কর্ম রহমানুর রহীম আল্লাহ্‌র নামে,

অফুরান করুণা যিনি করেন বরিষণ এই ধরাধামে।

Good Luck

(হে নবী), বলুন ----

Good Luck

আমি আশ্রয় চাই মানুষের মহান অধিপতির

আমি আশ্রয় চাই মানুষের শক্তিধর উপাস্যের।

Good Luck

আমি আশ্রয় চাই মানুষের বাদশাহের

আমি আশ্রয় চাই মানুষের মনিবের।

Good Luck

যে অনিষ্ট ও কুমন্ত্রণা যোগায় মনুষ্য হৃদয়ে,

আসে তারা জ্বিন ও মানুষের বেশ নিয়ে।

Good Luck

বেঁচে থাকতে সচেষ্ট, অনিষ্ট ও কুমন্ত্রণার,

পতিত না হই যেন জ্বিন ও মানব যন্ত্রণার।



বিষয়: বিবিধ

১১৮৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372236
১৭ জুন ২০১৬ রাত ০৪:৪৪
শেখের পোলা লিখেছেন : আসসালামু আলায়কুম। জাজাকাল্লাহ খাইরান। ধন্যবাদ।
১৭ জুন ২০১৬ বিকাল ০৫:২৬
309045
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাইয়া।

আপনার সুন্দর উপস্থিতি ও আপনার প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
372238
১৭ জুন ২০১৬ সকাল ০৫:০১
হককথা লিখেছেন : ওয়াউ!!! আলহামদুলিল্লাহ। চমৎকার উদ্যোগ। আরও চাই, আরও- আরও -আরও- আরও- আরও- আরও-আরও চাই, আরও- আরও -আরও- আরও- আরও- আরও-আরও চাই, আরও- আরও -আরও- আরও- আরও- আরও-
১৭ জুন ২০১৬ বিকাল ০৫:২৮
309047
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাইয়া।

আপনার সুন্দর উপস্থিতি ও আপনার প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

আমার জন্য দোয়ার আবেদন রইলো।
১৮ জুন ২০১৬ সকাল ০৮:৪৩
309135
সন্ধাতারা লিখেছেন : আর হ্যাঁ সূরা ফাতিহার ভাবনানুবাদটি পড়ার দাওয়াত রইলো। সময় করে।
372243
১৭ জুন ২০১৬ সকাল ০৮:১৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। সুন্দর হয়েছে, ধন্যবাদ
১৭ জুন ২০১৬ বিকাল ০৫:৩০
309048
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

আপনার সুন্দর উপস্থিতি ও আপনার প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

আমার জন্য দোয়ার আবেদন রইলো।

372253
১৭ জুন ২০১৬ বিকাল ০৪:৩৯
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম আপি।
বেঁচে থাকতে সচেষ্ট, অনিষ্ট ও কুমন্ত্রণার,

পতিত না হই যেন জ্বিন ও মানব যন্ত্রণার।
এই আয়াতদ্বয় যেন বারবার আমার মনে আসে।
১৭ জুন ২০১৬ বিকাল ০৫:৩১
309049
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট আপি।

তোমার সুন্দর উপস্থিতি ও প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

আমার জন্য দোয়ার আবেদন রইলো।
372294
১৭ জুন ২০১৬ রাত ০৮:১৩
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা-শা আল্লাহ এক কথায় হৃদয় জুড়ানো ভাব। অনেক অনেক ধন্যবাদ হে শ্রদ্ধেয়া।
জাযাকিল্লাহ খাইরান
১৮ জুন ২০১৬ সকাল ০৮:৪৬
309136
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেলজ্বী।

বরাবরের ন্যায় আপনার সরব উপস্থিতি ও উৎসাহব্যঞ্জক প্রেরণা আনন্দিত করলো অনেক।

আপনার জন্য দোয়া ও শুভেচ্ছা নিরন্তর।
372305
১৭ জুন ২০১৬ রাত ০৯:৩৭
নাবিক লিখেছেন : মাশাআল্লাহ, দারুণ হয়েছে।
১৮ জুন ২০১৬ সকাল ০৮:৪৮
309137
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

আপনার উৎসাহব্যঞ্জক মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।

আপনার জন্য দোয়া ও শুভেচ্ছা নিরন্তর।
372372
১৮ জুন ২০১৬ দুপুর ০২:০৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আস্ সালামু আলাইকুম।
মাশাআল্লাহ!
জাযাকাল্লাহ।।
১৯ জুন ২০১৬ রাত ০২:১৭
309203
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ ভাইয়া।

আপনার মূল্যবান সুন্দর উপস্থিতি ও আপনার প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File