অপ্রয়োজনীয় কথা বলি না
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১০ জুন, ২০১৬, ০৫:২৭:২৭ বিকাল
দেশে সাম্প্রতিক সময়ে জঙ্গি কর্মকাণ্ড এবং গুপ্তহত্যার পেছনে বিএনপি-জামায়াতের হাত থাকার যে অভিযোগ সরকার করছে, তা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘একটা কথা ভুলে গেলে চলবে না, আমি হেড অব দ্য গভর্নমেন্ট (সরকারপ্রধান)। সব তথ্য নিশ্চয়ই আমার কাছে আছে। সরকার বসে নেই। গোয়েন্দা সংস্থাও বসে নেই। তদন্তের স্বার্থে হয়তো সব কথা, সব তথ্য প্রকাশ করা যাবে না। কিন্তু সূত্রটা জানা যায়। আর সেই সূত্র ধরেই আমরা কথা বলি।’ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমরা কিন্তু বসে নাই। যারা মনে করেন, আমরা রাজনৈতিক হিসেবে এটা বলছি, এতে জঙ্গিরা পার পেয়ে যাচ্ছে, তাহলে পার পেয়ে যাওয়া জঙ্গিরা কারা- তাদের নাম ঠিকানা পরিচয় যদি জেনে থাকেন, তাহলে তারা আমাদের দয়া করে জানান। জঙ্গি জঙ্গিই। তারা যে দলেরই হোক, আমাদের কাছ থেকে রেহাই পাবে না। এইটুকু আশ্বাস আমি দিতে পারি।’ যারা প্রকাশ্যে মানুষ খুন করতে পারে, পুড়িয়ে মানুষ মারতে পারে, তারা এর সঙ্গে যুক্ত হবে না- এই ধারনাটা কোথা থেকে আসে? প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমরা কিন্তু বসে নাই। যারা মনে করেন, আমরা রাজনৈতিক হিসেবে এটা বলছি, এতে জঙ্গিরা পার পেয়ে যাচ্ছে, তাহলে পার পেয়ে যাওয়া জঙ্গিরা কারা- তাদের নাম ঠিকানা পরিচয় যদি জেনে থাকেন, তাহলে তারা আমাদের দয়া করে জানান। জঙ্গি জঙ্গিই। তারা যে দলেরই হোক, আমাদের কাছ থেকে রেহাই পাবে না। এইটুকু আশ্বাস আমি দিতে পারি।’ বাংলাদেশে বিভিন্ন সরকারের আমলে জঙ্গি তৎপরতার প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরো বলেন, ‘১৯৭১ সালে যারা মানুষ হত্যা করেছে, আমরা যখন এদের বিচার শুরু করলাম, তখন কী বলা হয়েছে? ২০০১ সালে যখন বাংলা ভাইয়ের সৃষ্টি হলো, তখন কী বলা হয়েছে? তখন কারা পুলিশ প্রহরা দিয়ে ওই সমস্ত জঙ্গিদের মিছিল করিয়েছে- এত তাড়তাড়ি ভুলে যান কীভাবে? আর যারা আজকে এ কথা বলছে, তারাও এত তাড়াতাড়ি কীভাবে ভুলে যায়?’
বিষয়: বিবিধ
৯০১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন