গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন লিখেছেন মোঃ কবির হোসেন ০৫ মার্চ, ২০১৬, ০৩:০৬:৪০ দুপুর

হে,গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী

আমি আপনার দেশের নাগরিক অধিকারে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি৷

আমি একজন নিয়মিত অনলাইনে পত্রিকা পাঠক৷হাজার ব্যাস্ততার মাঝেও পত্রিকা আমাকে পড়তেই হয়৷অনুরুপ,অসংখ্য পাঠক আছে যারা নিত্য দিনের কাজ গুলোর মধ্যে পত্রিকা পড়া কাজের মতই রুটিন করে নিয়েছে৷

আমরা পত্রিকা পড়ি দেশের কোশলাদী জানার জন্য৷সম্পূর্ণ দেশকে চোঁখের সামনে তুলে ধরার জন্য৷আর পত্রিকা হচ্ছে দেশের দর্পন স্বরুপ৷প্রতিচ্ছবি স্বরুপ৷

তবে ইদানিং পত্রিকায় পাঠকগণ চোঁখ রাখতেই তাদের চোঁখে পড়ে পরকিয়ায় বলি প্রাণ যা পাঠক গণকে মর্মাহতই শুধু করে না,তাদের বিবেককে তাড়া করে বেরায় এক অসহ্যি যন্ত্রণা,যা হৃদ পিন্ড ভেদ করে প্রাণকে স্পর্শ করে৷

গত ২৯ ফেব্রুয়ারী রামপুরায় দুই সন্তানকে শিশু সন্তান অরনী (১২) অলভী আমানকে (৬) শ্বাস রুধে হত্যা করেছে তাদের মা!আর তার রেশ কাটতে না কাটতেই আজ ৫ই মার্চ আবার বরিশালের উজিরপুরে শিশুহত্যার অবিযোগ ওঠে তার মায়ের নামে৷আর তাদের বাবারা বাদী হয়ে মামলা করেছেন৷রিমান্ডের পর হয়তো আমরা এই হত্যার আসল রহশ্য আরও ভালভাবে জানতে পারব৷আর জানতে পারব পরকিয়ার বলি ঐ মৃত শিশু গুলো৷

একটু ভেবে দেখবেন কি দেশ নেত্রী?এখানে শুধু খুনীর বিচার হচ্ছে!

পরকিয়ার কোন বিচার হচ্ছে না৷বিশ্বের অনেক দেশে বিশেষ করে আরব দেশ গুলোতে পরকিয়ার সাজা শীরচ্ছেদ!আর আপনার যদি এই আইন কার্য করা

আপনার বিবেক বিরুদ্ধ হয় তবে আপনি এইরুপ মানতে পারেন,পশু,জন্তু যদি জবাইতে পাপ না হয় তবে তাদের শীরচ্ছেদও কোন পাপ হবে না৷আর তারা কত ভয়ংকর নিশ্চয় পড়ছেন,শুনছেন৷নিশ্চয় তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ভয়ংকর সাহশী৷

আর একটু ভেবে দেখবেন কি দেশ নেত্রী?

এই পরকিয়ায় বেশী প্রাণের জন্য হুমকি এবং প্রাণ নাশ হয় তাদের সন্তান৷

কারণ খুঁজলে দেখা যায় অপ্রাপ্ত ছেলে মেয়ে সাধারন্ত তার মায়ের সাথে সর্বক্ষণ থাকে৷তাদের মায়ের অমন গর্হিত কাজ তাদের ছেলে মেয়েকে মারাত্তক রকম যন্ত্রণা দেয়৷যা পরে তারা তাদের বাবার নিকট বলে৷ফলে তারা আপন সন্তান-শ্বামীকে খুন করে প্রেমিকের নিকট ভাল হওয়ার জন্য৷কিংবা খুন করে তারা আত্বহত্যার নামে চালিয়ে দেয়,অথবা ভয় দেখিয়ে হত্যা করে৷এতে করে খুনী থেকে যায় সম্পূর্ণ নিরাপধ৷

একটু ভেবে দেখবেন কি দেশ নেত্রী?তাহলে অপরাধী বের করার উপায় কি?খুঁজলে পাওয়া যায়,সকলের কল লিষ্ট তদন্ত করা৷বলা বাহুল্য,শ্বামীও স্রীর কল ব্যাতিত যে কল গুলো সকলের মোবাইলে আছে তা তদন্ত করে দেখা৷এবংপ্রতিটি মৃত মানুষের ময়না তদন্ত করা৷আর সঠিক তদন্তের মাধ্যমে নিশ্চিত অপরাধী বের হয়ে আসবে৷হে দেশ নেত্রী আমি আশা করছি জাতির কল্যাণে আমার এই প্রতিবেদনের উপর আপনার সুদৃষ্টি পরবে।

অরনী,অলভী ও বরিশালের শিশু ছবি









বিষয়: বিবিধ

১০৮০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361497
০৫ মার্চ ২০১৬ রাত ০৮:৫০
শেখের পোলা লিখেছেন : পরকিয়া খুঁজে বেড়ানো আমাদের অবৈধ প্রধান মন্ত্রীর দায়িত্বে পড়েনা, ঠিক যেমন বেডরুম পাহারা দেওয়া পড়েনা৷
১২ মার্চ ২০১৬ রাত ১১:১৫
300206
মোঃ কবির হোসেন লিখেছেন : ভাই,অনেক সুন্দর মন্তব্য করেছন,তার জন্য আপনাকে অনেক,অনেক ধন্যবাদ।আপনার প্রতি আমার শুভ কামনা রইল,ভাল থাকবেন।Good Luck Good Luck Good Luck Good Luck
361523
০৫ মার্চ ২০১৬ রাত ০৯:৪০
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার আবেগঘন ডাক যদি প্রধানমন্ত্রী শুনে, তাহলে কতইনা ভালো হয়।

আপনার একটা ভালো লাগছে, খুনির বিচার হয় কিন্তু পরকীয়ার বিচার হয়। যথাআরথই বলেছেন। অনেক ধন্যবাদ।

নিয়িমিত লিখবেন। খুব ভালো লাগছে লেখাটি
১২ মার্চ ২০১৬ রাত ১১:১৯
300207
মোঃ কবির হোসেন লিখেছেন : গাজী ভাই,আপনার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আমার মনপূত মন্তব্য।আপনি সর্বদা ভল থাকুন,আপনার প্রতি আমার এই কামনা রইল।Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File