এরকম শিক্ষা ব্যবস্থা থেকে ভালো জাতী আশা করা যায় না
লিখেছেন লিখেছেন সদর উদ্দিন আল হাফিয ০৫ মার্চ, ২০১৬, ০৩:১০:৩৬ দুপুর
গল্পটা হাস্যকর হলেও সত্য। একদা একদেশে
( দেশের নাম বুঝে নিন ) পাবলিক পরীক্ষা
চলতেছে। পাশাপাশি আসন পড়েছে ভাবী এবং
ননদের। পরীক্ষাটা ছিল মনে হয় ইংরেজী ২য়
পত্র অথবা রসায়ন ২য় পত্র। তাদের অভিভাবক মানে
ভাই জানালার বাইরে থেকে প্রশ্নের উত্তর গুলো
একটা কাগজে লিখে দিচ্ছেন।
.
একপর্যায়ে উত্তরের নিচে লিখে দিলেন,,,,
'' তুমি লিখে তোমার ভাবীকে দিয় ''
তারা উভয়েই উক্ত বাক্যটি পড়ার অংশ ভেবে খাতায়
লিখে নিলেন।
.
এক্সামীনার যখন খাতাগুলো দেখতে ছিলেন তখন
চুখে পড়লো উক্ত লেখাটি। এরপর ছড়িয়ে
পড়লো সারাদেশ জুড়ে। যা এক কলংক জনক অধ্যায়
উপহার দিলো জাতীকে।
বিষয়: বিবিধ
৮৯৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন