আর কতো হবে শিশু হত্যা ??
লিখেছেন লিখেছেন সদর উদ্দিন আল হাফিয ০৪ মার্চ, ২০১৬, ১২:৪৫:০০ দুপুর
২০১২ সালে -- ২০৯ জন
২০১৩ সালে --২১৮ জন
২০১৪ সালে --৩৬৬ জন
২০১৫ সালে -- ২৯২ জন
২০১৬ সালে -- ৫১+..... ( চলছে )
.
এদেশে হচ্ছে টা কি !!
দিনের পর দিন শিশু হত্যা বেড়েই চলেছে।
চারিদিকের বাতাস ভারী করে খবর আসছে
শুধু শিশু হত্যা। কখন কার শিশু অপহরন হয়ে
হত্যার খবর আসবে এ নিয়ে মানুষের চরম
আতংকে দিন কাটছে। সারাদেশে প্রায়
প্রতিদিনই শিশুদের হত্যা করা হচ্ছে।
শিশুদের জন্য আগামী পৃথিবী ভয়ংকর হয়ে
উঠছে।
কবে বন্ধ হবে এ শিশু হত্যা ??
কবে শান্তিতে বসবাস করবে
এদেশের নিরীহ মানুষ গুলো।
_____ [ আল্লাহ সকল মজলুম মুসলমানকে
হেফাজত করুন -- আমিন ]
বিষয়: বিবিধ
৮০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন