খুব ভয়ে আছি কখন যে আমি শয়তান হই!

লিখেছেন লিখেছেন মোঃ কবির হোসেন ১৪ মার্চ, ২০১৫, ০২:৫০:৩৮ দুপুর

হে কবির,এত রাত্রি জেগে তোমি কি ভাবছ?মৃত্যু৷

ছী কবির,মানুষতো রাত্রী জেগে থাকে সুখের ছোঁয়া পায়তে৷

আর তোমি ভাবছ মৃত্যু,ওটাতো মানুষ ভুলেই আছে৷

আচ্ছা কবির,তোমি বলতো আমায় মানুষ হবে কবে,

আমি তোমাকে মানুষ দেখতে চাই!

আমি আজ কত হাজার বছর ধরে মানুষ খুঁজছি জানো

যখন কোন মানুষ দেখি সুখে আমার চোঁখে অশ্রু ঝরে

আমাকে খুব সে আকর্ষণ করে কাছে টানে,আল্লাহও

আমাকে অমন করে কাছে টানে না,আমি সারা রাত

ঘরের দরজা খুঁলে তার অপেক্ষায় থাকি,আর আমি

তার পরশ অনুভব করতেই বিদায় নিয়ে বলে,

আমি মানুষ নয় শয়তান!

জান এখন আর আমি কোন মানুষ খুঁজি না

এই পৃথিবীতে আমি ছাড়া মানুষ আছে বিশ্বাস করিনা

এখন আমারও মাঝে,মাঝে ইচ্ছা করে শয়তান হই

আমার জন্যও কেউ খুঁলা রাখুক ঘরের দরজা!

খুব ভয়ে আছি কখন যে আমি শয়তান হই!

তোমি কি জান,আমাকে শয়তান হলে কি করতে হবে?

হ্যা,আমি জানি,তবে আমি তোমাকে বলব না,কেন?

কারণ তোমি যদি শয়তান হও তাহলে তোমি হইবে

সকল শয়তানের বাবা,আর যদি পেত্নী হও তবে তুমি

হইবে সকল পেত্নীর মা,আর তা হলে যে আমাকে অন্য

পেত্নী,শয়তান বদদোয়া দিবে!তবে যে আমি সেই শয়তান,

পেত্নীর জন্য জাহান্নামে যাইব!

বরং তোমি আমার মত হও৷

আমার মত তোমিও মৃত্যু কামনা কর

সে সত্য তোমাকে নিয়া যাইবে আল্লাহর বুকে

আর আল্লাহও তোমাকে বুকে ধরে শান্ত হইবে

কারণ আল্লাহ মৃত্যু পাঠায় প্রাণ ভালবাসবার জন্য৷

বিষয়: সাহিত্য

৯৪৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308929
১৪ মার্চ ২০১৫ রাত ০৯:২৪
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File