মুক্ত চিন্তা আর প্রকাশ করবো না ফেইসবুক হবে শাক সবজি ময় আর আলু পটল ময়

লিখেছেন লিখেছেন মোবারক ১৪ মার্চ, ২০১৫, ০২:৪৪:৪০ দুপুর

২০০৭ যখন ফেইসবুক আইডি খোলি পরিচিত ফেইসবুক ফ্রেন্ড ছিল একজন মাত্র,এখন মাশা আল্লাহ্‌ ছোট ভাই, বড় ভাই, দুলা ভাই, চাচা, আত্মীয় আরও অনেক পরিচিত মুখ চলে এসেছে ফেইসবুক এ।

তাই এখন আর আগের মত ফেইসবুক এ স্ট্যাটাস দেয়া যায় না, মন খুলে লেখা যায় না, ফ্রেন্ড লিস্ট এ যারা ছিল স্ট্যাটাস এ ভুল হলে ইনবক্স আওয়াজ দিতো,আর এখন হয় সমালোচনা।

বর্তমান এ তো এমন এক অবস্থা, আমার কোন লেখা বা স্ট্যাটাস যদি রাজনৈতিক হয়ে থাকে, আর সেটা যদি বিএনপি জামায়াত এর বিরুদ্ধে যায়, তারা বলে এই ছেলে আওয়ামীলীগ এর এজেন্ট।

আর কোন লেখা বা স্ট্যাটাস যদি আওয়ামীলীগ এর বিরুদ্ধে যায় তারা বলে বিএনপি জামায়াত এর এজেন্ট।

আর কোন লেখা যদি একটু ছন্দময় হয়, আর সেটা যদি মুমতাহিনার মা' দেখে সেদিন আর অন্য কোন কথা নেই,ফেইসবুক সেইসবুক...

তাই এখন চিন্তা করছি মুক্ত চিন্তা আর প্রকাশ করবো না। ফেইসবুক কে শাক সবজি ময়,আর আলু পটল ময় করে তুলবো।

কি কামে ফেইসবুক কিছু লেখে অন্যের শত্রু হওয়ার।

বিষয়: বিবিধ

১০৬১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308926
১৪ মার্চ ২০১৫ রাত ০৯:১৯
আবু জারীর লিখেছেন : তাই ভাল। আপনি প্রতি দিন কলমি শাকের ছিবি দিয়ে ফেজবুক ভরিয়ে দিন,দেখবেন সবাই খুশি।
308965
১৪ মার্চ ২০১৫ রাত ১১:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফেইস লেস হয়ে ফেইসবুক ব্যবহার করা ছাড়া উপায় নাই!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File