আন্তর্জাতিক হেফজ প্রতিযোগিতায় তৃতীয় হেলাল
লিখেছেন লিখেছেন মোবারক ১৫ নভেম্বর, ২০১৫, ০১:২৯:২৩ রাত
সৌদি আরবে পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্বের ৮০টি দেশের নবীন হাফেজ। এ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন বাংলাদেশী হাফেজ হেলাল উদ্দিন। বৃহস্পতিবার মক্কায় আন্তর্জাতিক হেফজ কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মক্কার আমির খালেদ আল-ফয়সাল। বিজয়ীদের হাতে চেক, সনদ এবং ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। যাত্রাবাড়ীস্থ উত্তর দনিয়ায় প্রখ্যাত হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ মুহাম্মাদ হেলাল। তিনি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানঁ উপজেলার গোবরদি বয়রাগাদী (নুরপুর) গ্রামের হাফেজ মাওলানা মো. মঈনুদ্দীন ও আলেমা মারুফা হোসাইনের ছেলে।http://www.mzamin.com/details.php?mzamin=MTAxMzgw
বিষয়: বিবিধ
১৩৬৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন