প্রবাসী বাবার চোখ ঝাপসা হয়ে এলো।
লিখেছেন লিখেছেন মোবারক ২৯ মার্চ, ২০১৬, ১১:৫৮:৪৩ রাত
আমার কন্যা মোবাইল ট্যাবের ভিতর টমের সাথে নিজে নিজে কথা বলতেছিল,আমি তখন তার আম্মুর সাথে কথা বলতেছিলাম,হঠাৎ আমার মেয়ে টম কে জিজ্ঞাসা করলো আমার আব্বু কেমন আছেন বল,টম উত্তর দিচ্ছে না কেন টম কে মারতে মারতে নিজের হাত লাল করে পেলেছে।পরে তার আম্মু তাকে শান্ত করে। একটা ছবি তুলে পাঠিয়েছে আমার জন্য।প্রবাসে এক কন্যার প্রতি পিতার ফোটা অশ্রুকণারর বিপরীতে আর কিইবা আছে দেবার।মা তুমি ভাল থেকো।
বিষয়: বিবিধ
২০৩০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভূক্তভোগীরাই বোঝে কেমন দহন
থাকতে চাইনা একা
তবু মাগো থাকতে হয়
পকেটে নেই টাকা।
তুমি মাগো দুঃখের দিনের
মিষ্টি মুখের হাসি
তোমার হাসি দেখলে মাগো
হৃদয়ে বাজে বাঁশি।
তুমি মাগো আমার ঘরের
একটি গোলাপ ফুল
এই প্রবাসে তোমায় ভেবে
হই যে ব্যাকুল।
মাগো আমি আসব যখন
আনবো চুলের ফিতা
সাজিয়ে দিবো আব্বুর হাতে
হাসবে তখন মিতা।
মন্তব্য করতে লগইন করুন