কুমিল্লা ভিক্টোরিয়ান্স

লিখেছেন লিখেছেন মোবারক ১৫ ডিসেম্বর, ২০১৫, ০১:১৮:৪৪ দুপুর

মোবারক হোসেন ভুঁইয়া

----------------------------------------------

বিপিএলে প্রথম এসে গিয়েছে ফাইনালে তাইতো

কুমিল্লা বাসী স্টেডিয়ামে যাবে নতুন বেশে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স এগিয়ে চলো আমরা আছি সাথে

চমকটা দেখিয়ে দাও ব্যাটে-বলে আঘাতে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার করবে বাজিমাত

ভিক্টোরিয়ান্সে'র কাছেই বুলস এবার হবে কুপোকাত।

চ্যাম্পিয়নের স্বপ্নে এখন বিভর পুরো কুমিল্লাবাসী

জয় ছিনিয়ে দাও জ্বালিয়ে স্টেডিয়ামে নিজের বাতি।


বিষয়: বিবিধ

১৪২০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354127
১৫ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৩৫
গ্রীণ ওয়ে লিখেছেন : প্রথম কোন ক্রিকেট দল রাজনীতি করন ভূমিকা দেখিয়েছে তা হলো কুমিল্লা ভিক্টোরিয়াস্
354138
১৫ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৪১
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : কবিতা অসাধারন...মনে লাগিয়া আছে আগুন
কখন দেখিবো বিজয়ের সেই ফাগুন,
খেলা দেখার অপেক্ষায় বসে আছি মনে টেসন
কমিল্লা ভিক্টোরিয়ান্সের যেন না হয় স্লোমোশন,
বোম বোম মাশরাফি এটম বোম রনী
জিতছি ইনশা-আল্লাহ জিতবই মনে বাজিতেছে এই ধ্বনী। অনেক ধন্যবাদ মোবারক ভাই। পিলাচ পিলাচ পিলাচ
১৫ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:০২
294008
মোবারক লিখেছেন : আগের মত আপনাকে এখন পাইনা কেন ভাই। যতটুকু লিখেছে দেখানো জন্য আপনাকে আর আবু জাজির ভাই মিস করছি। রাতে হটাত করে লিখছি।তখন আপনারা কেও অনলাইনে নেই। আপনার মন্তব্যর অনেক অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File