কুমিল্লা ভিক্টোরিয়ান্স
লিখেছেন লিখেছেন মোবারক ১৫ ডিসেম্বর, ২০১৫, ০১:১৮:৪৪ দুপুর
মোবারক হোসেন ভুঁইয়া
----------------------------------------------
বিপিএলে প্রথম এসে গিয়েছে ফাইনালে তাইতো
কুমিল্লা বাসী স্টেডিয়ামে যাবে নতুন বেশে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স এগিয়ে চলো আমরা আছি সাথে
চমকটা দেখিয়ে দাও ব্যাটে-বলে আঘাতে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার করবে বাজিমাত
ভিক্টোরিয়ান্সে'র কাছেই বুলস এবার হবে কুপোকাত।
চ্যাম্পিয়নের স্বপ্নে এখন বিভর পুরো কুমিল্লাবাসী
জয় ছিনিয়ে দাও জ্বালিয়ে স্টেডিয়ামে নিজের বাতি।
বিষয়: বিবিধ
১৪২০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কখন দেখিবো বিজয়ের সেই ফাগুন,
খেলা দেখার অপেক্ষায় বসে আছি মনে টেসন
কমিল্লা ভিক্টোরিয়ান্সের যেন না হয় স্লোমোশন,
বোম বোম মাশরাফি এটম বোম রনী
জিতছি ইনশা-আল্লাহ জিতবই মনে বাজিতেছে এই ধ্বনী। অনেক ধন্যবাদ মোবারক ভাই। পিলাচ পিলাচ পিলাচ
মন্তব্য করতে লগইন করুন