সভ্যতার মস্তিষ্কে রক্তক্ষরণ

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৫ নভেম্বর, ২০১৫, ০২:৪৮:৫৯ রাত



(প্যারিসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে)

সভ্যতার মস্তিষ্কে আবারো রক্তক্ষরণ।

শিল্প সুষভিত শান্ত প্যারিস নগরে

মানুষের মুখোশে দানবের তাণ্ডব।

যেন নেমে এলো রক্তবজ্র শুভ্রস্বর্গীয় কাননে ।

হ্রদকম্পন পুরো নগরজুড়ে ।

শ্যান নদীতে বইছে রক্তের ঢেউ।

উপছে পড়ছে দুকূল বেয়ে রক্তের ঢেউয়ে

রক্তমাখা শুভ্র লাশের সারি।

আমি নির্বাক। নির্বাক বিশ্ব সভ্যতা।

'

যারা মানুষের রক্তস্নানে পুণ্য খুঁজে ধর্মের মুখোশে,

তারা প্রাগৈতিহাসিক, তারা আদিম হিংস্র বন্য।

সভ্যতারলীলা ভুমে সুবোধ এ নগরীর

চোখে মুখে আজ আতঙ্ক, ক্ষোভ, লজ্জা, ঘৃনা

ধর্মীয় উম্মাদ আদিম হিংস্র বন্যের প্রতি।

নির্বিকার ঈশ্বরের প্রতি মানুষের ক্ষোভ ক্রমশই বাড়ছে।

ঈশ্বরের শক্তি কিংবা অস্তিত্বের প্রশ্নে

সংশয়বাদের উত্থান কিভাবে রুখবে ঈশ্বর?

নাকি ব্যর্থ ঈশ্বর আবির্ভূত হলেন ধর্মের মুখোশে

হত্যাযজ্ঞের আদিম হিংস্র বন্য উম্মত্ততায় ?

14.11.2015

বিষয়: বিবিধ

১০৮১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349787
১৫ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৫১
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : ফ্রান্সের রাজধানী প্যারিসে একাধিক সন্ত্রাসী হামলায় 129জনের মত নিহত হওয়ার যে ঘটনা ঘটেছে আমরা এর নিন্দা জানাই ===
বিচার বহির্ভুত যে কোন হত্যা কান্ড নিন্দনীয়
প্যারিসে মুসলিমদের ক্রমবর্ধমান অগ্রগতি রুখতে এবং প্যারিস থেকে মুসলিমদের উৎখাত করতে ঠিক টুইন টাওয়ারে হামলার মত আর একটা বোমা নাটক সাজানো হয়েছে....
ইসলাম জঙ্গীবাদরে ধর্ম নয় এবং জঙ্গীবাদকে সমর্থনও করে না,বর্তমানে জঙ্গিবাদ এটা একটা আলাদা একটি ধর্ম-বা কালসার,যেমন বর্তমানে নাস্তিক্যবাদ একটি কালসার্ আজকে আমরা বিভিন্ন গবেষনায় জানতে পারি বিশ্বে যত গুলো সন্ত্রাসী হামলা হয়েছে তন্মধ্যে ৯৪% ই অমুসলিমরাই ঘটিয়েছে।বর্তমানে
ইহুদি চক্র আবার মুসলমানদেরকে কোন ঠাসা করতে দেশে দেশে আইএসের মত উগ্র পন্থীর আবির্ভাব ঘটিয়ে নামে বে -নামে শাখা খুলে দেশে দেশে হামলা চালাচ্ছে,এর সকল অপকর্মের হোতা হল সেই ইহুদী । কোন মূল ধারার কোন মুসলিম এমন কাজ করতে পারেনা ।ইসলাম কখনোই এমন হত্যাকান্ড সমর্থন করেনা । জঙ্গি বা সন্ত্রাসীদের কোন দেশ জাতি এমন কি ধর্ম ও নেই ।এ গুলো ধর্মের নামে কলংক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File