ওরা মানে না,আমার এর আগের পোষ্টে মন্তব্য কারীর উত্তর
লিখেছেন লিখেছেন মোঃ কবির হোসেন ০৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০২:১৪:০০ রাত
মানুষের কি অমন সাধ্য আছে?
জগত নিয়ন্ত্রণ,শুধু জগত কর্তায় জানে,
তোমি মানুষের রুপ ধারণ করে
চাও এই জগত নিয়ন্ত্রণ করিতে,
ওরা মানে না,আমায় মানে না,
ওরা মানুষ দাবী করে,
ওরা শ্রেষ্ঠ ধার্মীক দাবী করে,
ওরা তোমার সন্তুষ্টিতে তোমার নামে
পশু বলি,জবাই দেয়,তবু কেন?
ওদের অন্তরে তোমি উদয় হও না,
ওরা মানে না,আমায় মানে না,
যে নামে চিনি তোমায় আমি
সেই আল্লাহ নাম যত যপি
তোমায় আমার সম্মুখ দেখি,
কত তোমায় ওরা ধর্ম ভেদে ভালবেসে
মস্জির,মন্দির,চার্যে গমণ করে,
কত তোমায় ওরা জাতি ভেদে ভালবেসে
অপর জাতি খুন,গুম,হত্যা,জবাই করে,তবু কেন?
ওদের অন্তরে তোমি উদয় হও না,
ওরা মানে না,আমায় মানে না,
এত কাল অন্ধকারে ছিলাম,সেথায়,
বন্য হিংস্র প্রাণী চেয়ে ভয়ংকর প্রাণীর
সাথে খুব ভাল ছিলাম,কেন?
দিলে এই মনে আলো,দেখি এখন,
সব কিছুর মাঝেই তোমি,এমন কি,
তোমায় কীটের মাঝেও দেখি,আর তাই,
ক্ষুদ্র প্রাণকেও আমি তোমার সমান ভালবাসি।
আর,ওরা মানুষ দাবী করে,
ওরা শ্রেষ্ঠ ধার্মীক দাবী করে,
ওরা তোমার সন্তুষ্টিতে তোমার নামে
পশু বলি,জবাই দেয়,তোমায় জাতি ভেদে,ধর্ম ভেদে ভালবেসে অপর জাতি খুন,গুম,হত্যা,জবাই করে,
তবু কেন?ওদের অন্তরে তোমি উদয় হও না,
ওরা মানে না,আমায় মানে না।
বিষয়: বিবিধ
৯৫৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পারলে কিছু করেন নাইলে আল্লাহ আল্লাহ করেন।
হুদাই প্রলাপ
মন্তব্য করতে লগইন করুন