একমুঠো প্রত্যাশা
লিখেছেন লিখেছেন নাসিমা খান ০৬ সেপ্টেম্বর, ২০১৩, ০৭:৩৭:৩১ সন্ধ্যা
নাসিমা খান
আমি একমুঠো স্বপ্ন নিয়ে
চিলে কোঠার রোদ্রুরে বসে থাকি ,
ঘরের ভিতর শুধু কুয়াশা
ব্যাথার বাঁশি, বিছান ছুয়ে থাকে
নিষ্ঠুর বেদনা গুলো মরুভুমির
তৃষ্ণাবুকে নিয়ে ।
কেউ কেউ তাকে শুন্যতা বলে,
ঘরের জানালা খুলে
চলে যায় ভালোবাসা
অবিশ্বাসের মালা পরে ,
নিথর হয়ে পড়ে থাকা মানুষটাকে
তখন কেউ কেউ নিঃশ্ব বলে ।
আমি শুন্যতার ঘর বদল করি
বেদনার চাদর পরে
চলে আসি চিলে কোঠার
রোদ্রুরে..................
বিশাল পৃথিবী জুড়ে আমি কত একা,
কত নিঃশ্ব, এখন কারো চোখে পড়ে
না, চোখে পড়ে না অনিদ্রায়
খড় কুটো ধরে কত কি প্রলাপ
আঁকি, বুকের পাজর ভেঙ্গে
কত রক্ত মানচিত্র আঁকে
বেদনা সিক্ত ঘরে ।
মেলে ধরি দুহাত ভালোবাসার প্রত্যাশায়
আমার বেদনা রোদ্রু নিয়ে
যদি আধার কেটে জেগে ওঠে
দুহাতের তালুতে
আবার স্পর্শ সুখের প্রজাপতি,
আমার দুয়ার খুলে
নিঃশ্বতার বদলে ঘরের
উঠোনে দেখি ড্রামের
তালে অবাক দুটি হাত
নতুনের আগমনী বার্তা শোনায় ।
বিষয়: বিবিধ
১৯১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন