ফুল গাছ যেন মা পোলাপানে ধরে না!
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ০৬ সেপ্টেম্বর, ২০১৩, ০৭:২২:০৯ সন্ধ্যা
আমার ছোট বোনের বান্ধবী গত এসএসসি পরীক্ষায় এ+ পেয়েছে। হঠাৎ পেট ব্যাথা। অপারেশন করার পর ইনফেকশন। ডাক্তার বলেছে, আবার অপারেশন করাতে হবে!
-অপারেশন আর তার পরবর্তী ঘটনা নিয়ে আমার অনুভুতিতে লেখাটা আপনাদের শেয়ার করলাম। ভীষণ খারাপলাগা ছোট বোনের বান্ধবীর ব্যপারটা আমাকে কাঁদিয়েছে। আপনারা লেখাটা পড়লে হয় তো অনুমান করতে পারবেন আমার ছোট বোন কতটা কষ্ট পেয়েছে তার বান্ধবীর বিদায় বেলা!
------------------------
মাগো মোর ভয় হয়
হাসপাতাল যাব না
পরপারে আমি একা
তোমাদেরে পাব না!
অবশেষে অপারেশন
করতেই হল যে
শরীরের রক্তও
বন্ধ না হল যে!
মা আমার এখন আর
আকুতিও করে না
ফুল গাছ যেন মা
পোলাপানে ধরে না!
কই গেলি মা আমার
বাড়ি খালি খালি রে
তোর ধরা আঁচলটায়
আজ বড় তালি রে!
বলেছিলি মরলে
বাড়িতেই মরব
কলেজে ভর্তি কর
লেখাপড়া করব!
তোর কোন কিছুই তো
আজ দিতে পারি নাই
আমরা তো থেকে নাই
তুইও তো বাড়ি নাই!
বিষয়: সাহিত্য
১৫০৯ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন