একদিন খুঁজবেই

লিখেছেন লিখেছেন নাসিমা খান ২২ অক্টোবর, ২০১৩, ০২:১৩:১৬ দুপুর

আমি জানি একদিন চৌত্রের দুপুরে

অফুরন্ত তৃষ্ণা নিয়ে সুরমার জলধারায়

আকুল আকাঙ্ক্ষায় নিয়ে

আমাকেই খুঁজবে ,

সবটুকু আমার আমিত্ব সেদিন অন্য

কোথাও অনাবৃত হয়ে যাবে হয় তো,

তোমার নেই কোথাও আমি

যখন জানবে,

সেদিন অনেক দূরে চোখের বেদনার

রঙ ফিকে হয়ে গেছে ,

সেদিন সময় ছিলো সব ছেড়ে

ছুটে গেছে ধ্রুবোতারা দল,

এখন অনেক দূরে তোমার সে

পাওয়া গুলো না ফেরার পথে,

তোমাকে প্রাণপনে চেয়েছি যখন

অজস্র ঘৃণা তখন দুচোখে তোমার,

আমার অজস্র ছিঃ ছিঃ

এখন ও ভালোবাসার মত তোমাকে ঘিরে

কি এমন দোষ ছিলো

তোমার সবটুকু অধিকার পেতে ?

বিষয়: বিবিধ

১৯৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File