ভাবনার চোরাকাটা
লিখেছেন লিখেছেন নাসিমা খান ১১ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:০৭:২১ রাত
নাসিমা খান
সারা ঘরে বিস্তর শুন্যতা ,
রান্না ঘরের তাকটাতে আগের মতই
সাজানো চিনামাটির প্লেট,
সিরামিকের কাপ,
সোকেজে ক্রিস্টালের পুতুল ,
দরজার গোড়াতে আছে সুদৃশ্য
পাপোষ,
রঙ্গিন কার্পেট, ঘরের দক্ষিণ কোণে
সোকেজের উপরে সযত্নে রাখা আছে
নানান ধরণের শিশুতোষ সোপিচ,
শুধু আমি নেই আমার মত করে
আর রান্না ঘরে,
ঘরের মঝেতে আমার কল্পনার
রঙ তুলি আঁকে না আর কোন
আলপনা, মানসী মনসার ঘর,
আমার ছবি এখন রঙ মাখে না ,
হাজার কথার মাঝে তার কথা
আমার কাছে ভীষণ অর্থহীন এখন ,
ঘর ভরা সাজের মাঝে কোথাও নেই আমার
মত করে, আমার একটিও সাজানো স্বপ্নও,
কোথাও নেই আমার উচ্ছলতা,
আমার শুন্যতার মাঝে,
নিঃসঙ্গতা খেলা করে
হাজার শব্দের মাঝে, নিঃশব্দ
শব্দমালা।
বিষয়: বিবিধ
১৮৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন