আগোছালো চাওয়া

লিখেছেন লিখেছেন নাসিমা খান ০৩ সেপ্টেম্বর, ২০১৩, ১০:০৯:৪৭ রাত



চোখের মাথা খেয়ে বার বার হোচট

খাই তোমার উঠোনে

যেখানে পিছল জানি,দেওয়াল জানি

নিষেধের বেড়ী জানি,

তারপরও আগোছালো ভালোবাসা আমার

কাটাতারের কাটায় ঝোলে ,

ফুঁসে উঠা সমুদ্রের মত

মনটা আমার আছড়ে পড়ে

অথৈ জলে ,

তোমার মত মনস্বীর কাছে

হৃদয় ছেড়া প্রলাপের

বিণিত আর্তসমর্পন,

তোমার ঐদার্যের কাছে

আগোছালো চোখের ভাষার

প্রত্যাশা সীমাহীন ।

জানি না প্রাপ্তির প্রত্যাশা,

শৃংখলিত ভালোবাসার কাছে কতটা

গ্রহন যোগ্য ,

তারপরও কখন জানি ছায়ারা

বুকের উপর আকুতি কাটে

স্বপ্নের বনে বাসর সাজানোর

আকুল বেদনায় ।

খাটবীহিন, ফুল ছাড়ায়

স্বপ্ন বাসর আমার,

তোমার নিষেধাজ্ঞার

পরোয়া না করে আগোছালো

ভালোবাসার প্রলেপ পরশ ছোয়ায়

দুচোখ ।

বিষয়: বিবিধ

১৬৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File