তুমি আসবে বলে

লিখেছেন লিখেছেন নাসিমা খান ১৯ মার্চ, ২০১৪, ০৮:৪৩:১৭ রাত



নাসিমা খান

ভৈরবের বুকে কার যেন আগমনী শব্দ,

মৃদু কল্লোল ধ্বনীতে মিষ্টি সুবাসে

আমোদিত বাতাস,

উৎকণ্ঠিত হৃদয়ে শিহরিত স্বপ্ন খেলে,

তোমার আসার সময় হোলো বুঝি ...............

আজ সারাদিন পথের ধারে ............

নদীর জোয়ার ধীরে ধীরে ছুঁয়ে দিলো

আমার পদযুগল,

পথ পার হয়ে আমার বারান্দার সিঁড়ি

ছুঁয়ে আমার ঘরের ভিতর , জোয়ারের জল

আমার বিছানা ছুঁয়ে আমার শাড়ীর আঁচল ।

নদীর জলে আজ জুই ফুলের গন্ধ,

সারা ঘরময় তোমার আগমনী গান,

তুমি নদীর বাণে জোয়ারের টানে

আসবে বলে............

জোয়ারে আজ প্রাণের আবেগ উদ্বেলিত ছন্দ,

শিহরনের অমৃত স্বাদ ......

আজ বোধ হয় সময় হোলো তোমার

ফুঁসে উঠেছে ভৈরবের জল,

ছুঁয়ে দিয়েছে ভাদ্রের উঠোন,

সার বাড়ী ভরে আজ রংধনুর রং,

আমার আঙ্গিনাতে আজ শুভ্র বিকাল,

জলের বুকে জয়োল্লাসের উন্মত্তা,

নদীর বুকে জোয়ারের প্লাবন ,

আমার ঘরে আজ জলের গন্ধে

উর্বর শরীরের ছোঁয়া,

তুমি আসবে বলে............

আমার সার ঘরে আজ জোয়ার খেলে......

খেলে ভৈরবের জল...............

বিষয়: বিবিধ

২১৩৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

194922
১৯ মার্চ ২০১৪ রাত ০৯:১৮
শিশির ভেজা ভোর লিখেছেন : তুমি আসবে বলে............
আমার সার ঘরে আজ জোয়ার খেলে......
খেলে ভৈরবের জল...............

মনোমুগ্ধ হয়ে কবিতাটা পড়লাম। সচরাচর এত মনোযোগ দিয়ে কখনো কবিতা পড়িনি। এক কথায় অসাধারণ একটা কবিতা।
194937
১৯ মার্চ ২০১৪ রাত ১০:০৪
নীল জোছনা লিখেছেন : ভালো লাগলো অনেক ভালো ধন্যবাদ
194958
১৯ মার্চ ২০১৪ রাত ১০:৪৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো Thumbs Up Thumbs Up Bee Bee Thumbs Up Thumbs Up অনেক দিন পর আসলেন মনেহয়। অসুস্থ ছিলেন নাকি?
195055
২০ মার্চ ২০১৪ সকাল ০৭:৫৩
দ্য স্লেভ লিখেছেন : তুমি আসবে বলে আলুভর্তা,ডাল,গরুর মাংসের ঝোল
তুমি আসবে বলে বাঘা তেতুল আর বুনো ওল

তুমি আসবে বলে রাতের আধারে বিড়ি ফুকে আমি
বাংলা সিনেমার টিকেট কেটেছি-স্বামী কেন আসামী

তুমি আসবে বলে ডিম আলু ভাজি করে
ফেলে দিয়েছি অকাতরে
পেটের ভেতরে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File