হে দেশপ্রেমিক...!! কি তোমার চেতনা..? তুমি কি চেতনায় বাংলাদেশী..? নাকি চেতনার আড়ালে ভিনদেশী..!!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আলম ১৯ মার্চ, ২০১৪, ০৮:৫০:৩০ রাত

পাকিস্তান ভারত দু দেশকে সমান তালে ঘৃনা করি...

৭১ এ পাকিস্তানের ভয়াবহ নির্মমতাকে যারা মন থেকে ঘৃনা করেনা তারা আর যাই হোক দেশপ্রেমিক হতে পারে না...

সম্প্রতি দেখা যায় কিছু মুখে চেতনাধারী সুবিধাবাদী লোক, যাদের সকল দুশ্চিন্তা একমাত্র পাকিস্তান নামক হুইল চেয়ারে অবস্থান করা একটি পঙ্গু দেশ ঘিরে....

যাদেরকে আমরা ৭১ সালে পর্যাপ্ত লেসন দিয়ে দেশে পাঠিয়েছি, যারা প্রতিনিয়ত নিজেদের দেশের প্রবলেম সলভ করতে হিমশিম খাচ্ছে...তাদের নিয়ে সকল দুশ্চিন্তা..,!!!!

অন্যদেকে একটি দেশ যারা ১৯৭১সাল থেকে আজ পর্যন্ত অসহায় বাংলাদেশীদের ওপর নির্মম নির্যাতন চালিয়ে যাচ্ছেন, প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখি আমার বাংলাদেশী মা বোনের লাশ কাঁটা তারে ঝুলছে...যারা স্বাধীনতার ৪৩ বছর পার হয়ে যাওয়া আজও আমার দেশের সমুদ্র ও স্থল অঞ্চল দখল করে বসে আছে...

যাদের থেকে তিস্তাচুক্তি/ফারাক্কা চুক্তির নায্য আচরণ আজ অবদি পাইনি...যারা টিপাইমুখ বাঁধ দিয়ে আমার দেশকে মরুভূমি বানাতে বসেছে...যাদের নগ্ন হস্তক্ষেপে আজ আমারদেশ গৃহযুদ্ধের দারপ্রান্তে...

ওরা বলে আমরা নাকি ওদের রাজ্যে বসবাস করি, ওরা নাকি আমাদের স্বাধীনতা পাইয়েদিয়েছে...ওরা আমার দেশের ইতিহাস বদলে দিতে চায়, অসংখ শহীদের রক্ত ও অগনিত মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতাকে তারা তাদের দান বলে ক্রেডিট নিতে চায়......

এতকিছুর পরেও যারা বিশেষ সার্থে দিনকানা সেজে বসে আছেন, যাদের পাকিদের প্রতি চুলকানি ঠিকই আছে বাট ভারতের আগ্রাসনের বিরেদ্ধে কথা বলতে লজ্জা পান...

তাদের বলছি...

আপনার চেতনা যদি কোনো বিশেষ দেশের ভালবাসায় সিক্ত, বুঝেনিন....আপনি দেশপ্রেমিক নন আপনি তাবেদার..,

আপনি মুক্তিযোদ্ধের সপক্ষ শক্তি নন আপনিই রাজাকার....

আসুন সকলে নিজেকে প্রশ্ন করি..

হে দেশপ্রেমিক...!!

কি তোমার চেতনা..??

তুমি কি চেতনায় বাংলাদেশী..?

নাকি চেতনার আড়ালে ভিনদেশী..!!!





বিষয়: বিবিধ

১৪১১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

194921
১৯ মার্চ ২০১৪ রাত ০৯:১৬
শিশির ভেজা ভোর লিখেছেন : আসুন চেতনা আর চ্যাতনা ছেড়ে দেশটাকে নিয়ে একটু ভাবি। চেতনা চেতনা করে করে তো দেশটার বারোটা বাজিয়ে দিচ্ছি।
194934
১৯ মার্চ ২০১৪ রাত ০৯:৫৫
নীল জোছনা লিখেছেন : দেশটা আজ টোটালি দুটা ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এইভাবে কি কোনো দেশ চলতে পারে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File