কবি ,

লিখেছেন লিখেছেন নাসিমা খান ১৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৩১:৩৮ রাত



নাসিমা খান

তোমার সুরঞ্জনা আজ

বিনম্র বেদনাকে ছুঁতে গিয়েছে পরশীর উঠোনে

সেখানে অগ্নিদাহ

চাঁদের জ্যোতস্না ম্লান অন্ধকারের মত,

তার হাত এখন করমোচার মত রক্তিম

অনাস্বাদে ভীতু,

তার অজস্র কথার স্বপ্ন মুখ থুবড়ে মরা নদীর

ফাঁদে,

কবি তোমার দেখা আঠার বাকী নদীর

তীর ছূঁয়ে মদ্যপীর চারণ এখন

বেহায়া সভ্যতার হাতে সুরঞ্জনার দু'টি হাত

বিষন্নতায় কাঁপে,

সুরঞ্জনার কলিজার উপর এখন মরা ঘাসের

চৌচির মাঠ, চৈত্রের পোড়া গন্ধ তাতে

কবি সুরঞ্জনার উদাসী চোখের বাঁকে

এখন অমাবষ্যার রাত !

বিষয়: বিবিধ

১৪৮৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

177476
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৮
বাকপ্রবাস লিখেছেন : সুরঞ্জনার স্বপ্ন ছিলনা কভু ঘাস হয়ে জন্মাবার
কবি
তুমি তাকে কেন বার বার ঠেলে দাও অগ্নিকুন্ডে
সুরঞ্জনার চাওয়া পাওয়া খুব বেশী কছিু ছিলনা
সারাদিন মাঠে নিড়ানি ঠেলে রাতে একটু শান্তি চেয়েছিল সে
কবি
তুমি দিতে পারলেনা তাকে অস্তিত্ব রক্ষার দুটো কবিতার লাইন
177489
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৮
বিন হারুন লিখেছেন : নাসিম দেখ সুরঞ্জিত কালো বিড়াল ধরতে গিয়ে নিজেই কালো বিড়াল হয়ে গেছে Happy
177506
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২১
নীল জোছনা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
177512
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : যা বলার বাকপ্রবাস ভাই বলেছেন! আমি ছোট ভাই হিসেবে না হয় চুপই থাকলাম এখানে...
177561
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম , ভালোই লিখেছেন
177599
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫০
গেরিলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
177640
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:৩৩
শিকারিমন লিখেছেন : কবি হে সিরাম হল ,

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File