"ভারতীয় বাংলা ও হিন্দি সিরিয়াল"...

লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ০৬ সেপ্টেম্বর, ২০১৩, ০৭:৫৪:২৮ সন্ধ্যা



ভারতীয় বাংলা ও হিন্দি সিরিয়াল শিক্ষিত মানুষও দেখে, এটা সত্যি! কিন্তু সুশিক্ষিত মানুষ দেখে না, সুস্থ মানুষ দেখতে পারেনা। ঐ সিরিয়াল প্রোগ্রামের মাঝে যে ম্যাসেজ থাকে, তা ভয়ঙ্কর নেগটিভ...!!! আমার এই বিশ্লেষণটি আপনার গায়ে লেগে যেতে পারে! কিন্তু কি করবো বলেন, ভারতীয় বাংলা ও হিন্দি সিরিয়ালের ভয়ঙ্কর রুপটি আমাকে ব্যথিত করে! পরিবার ও সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী এ মাধ্যমটি কষ্ট দেয় আমার অন্তরে!

আপনি যদি একটু গভীরভাবে বিষয়টি ভেবে দেখেন, তবে হয়তো আমার চেয়েও আরো ভালোভাবে হিন্দি সিরিয়ালের ক্ষতিকর দিকটি অনুধাবন করতে পারবেন।

একটি বাসাবাড়িতে বড়দের সাথে ছোটরাও থাকে, কিছু মিথ্যা আনন্দে যখন বড়রা আবেগাপ্লুত হয়ে পড়ে, তখন পিছন থেকে ছোটরাও তাদেরকে অনুসরণ করে। এই নেগেটিভ গুণের অনুসরণ, অনেক বড় ক্ষতির কারণ হয়ে দেখা দেয় ভাবীজীবনে। এই অসচেতনতার ফলে কঠিন মাসুল গুণতে হয় ভাবী জীবনের প্রতিটি পদে পদে...।

আশ্চার্য ও চরম পরিতাপের বিষয় হচ্ছে এই যে, যখন কারো অধিনস্তরা ছোটকাল থেকে মিডিয়ার কুম্যাসেজের প্রভাবে প্রভাবিত হয়ে, প্রাকটিক্যালে ধাবিত হয়, তখনও তাদের বোধোদয় হয়না, আমরণ সেই পূর্বের ধারাতেই তারা চলতে থাকে।

অনেক মা-বাবা তার সন্তানের বিকৃত রুচি ও আচরণ গঠিত হওয়ার মেশিন চালু রেখে, সন্তানের পাগলামীর টিটমেন্টের জন্য দৌড়ান ফকিরের পিছে পিছে...। এ বড়ই পরিতাপের বিষয়!

আমাদের বোঝা উচিৎ, বাঙালির ইসলামী মূল্যবোধকে ধ্বংস করার জন্য, ভারতের সুচক্রান্ত মিডিয়া আয়োজন হল, এসব মজাদার সিরিয়াল! সিরিয়াল!! রাবিশ সিরিয়াল!!!

বিষয়: বিবিধ

২০৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File